সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অপেক্ষার অ’ব’সা’ন, আজ থেকেই কালীঘাট মন্দিরের দ’র’জা খু’লে যা’চ্ছে সকলের জন্য

দুমাস অধীর আগ্রহে অপেক্ষা করার পর অবশেষে দর্শকদের জন্য আবার খুলতে চলেছে কালীঘাটের মন্দির। রাজ্য সরকারের নির্দেশে এবার থেকে প্রতিদিন সকাল এবং বিকেল নিয়ম করে দর্শকদের জন্য কালীঘাটের মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। করোনার দ্বিতীয় ঢেউ এর দরুন পুনরায় লকডাউন চালু করার সময় থেকেই কালীঘাটের মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।

সরকারের নির্দেশ অনুসারে গত ১৪ই মে থেকে কালীঘাটে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে এবার নবান্নের তরফ থেকে নতুন নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে যে এবার থেকে প্রতিদিন সকালে ৬ থেকে ১২টা মন্দির খোলা থাকবে। আবার বিকেলেও ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। করোনা নিয়ন্ত্রণে আনার জন্য দফায় দফায় লকডাউন চলছে রাজ্যে।

রাজ্য সরকারের হস্তক্ষেপে করোনা আক্রান্তের সংখ্যাটা আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত ফের লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্কুল-কলেজ সঙ্গে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং লোকাল ট্রেন পরিষেবা এই দফাতেও বন্ধ থাকছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাজ্যজুড়ে কড়া করোনা সতর্কতা বিধি চালু রয়েছে।

গত একদিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাটা ছিল ৭১১ জন। আগের তুলনায় যা সামান্য কম। তবে করোনার কারণে মৃতের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় অবশ্য টানা তিন দিন যাবত ১০০এর বেশি করোনা আক্রান্তের হদিস মিলেছে।