সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আচ্ছা বিমানের আসন গুলির রং কে’ন নীল হ’য়? জানুন কারণ

পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে যে তারা একবার আকাশ পথে যাত্রা করবে। কারো ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক ভাবেই হয়ে থাকে আবার কারো ক্ষেত্রে অনেক কষ্ট করে এই স্বপ্ন পূরণ করে।

বিশেষ করে প্লেনের টিকিটের দাম এতটাই বেশি যে সাধারণ মানুষ অনেক সময় এই প্লেনে করে যাতায়াত করতে পারেন না তবে বর্তমান সময়ে প্লেনের টিকিটের দাম অনেকটাই কমে যাওয়ার কারণে মধ্যবিত্ত মানুষেরাও প্লেনে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন।

তবে যারা প্লেনে যাত্রা করেছেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন যে প্লেনের যে বসার আসন গুলো সবসময় নীল রঙের ই দেখা যায় কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন যে বসার জায়গা গুলি কেন এই ধরনের রং করা হয়?

আরো পড়ুন: এই রেল স্টেশনের চে’হা’রা বদলে যা’বে শীঘ্রই, পাবেন বিমানবন্দরের ম’তো সুযোগ সু’বি’ধা

অনেকের ধারণা হয়তো আকাশ পথে যাত্রা করার জন্য আকাশের রং নীল বলে প্লেনের সিটগুলো কেউ নিল রং করা হয় কিন্তু আসলে কিন্তু সেটা নয় আসুন এই প্রতিবেদনে আপনাদের জানাই যে আসলে কেন প্লেনের সমস্ত বসার আসন গুলির রং নীল হয়।

ব্রিটিশ বিজ্ঞানীদের পরিচালিত একটি গবেষণা অনুসারে বলা হয়েছে যে নীল রঙ হলো নিরাপত্তা এবং সততার প্রতীক তাই জন্যই প্লেনে গুলিতে নীল রঙের বসার আসন করা হয় এ ছাড়াও অনেকে অ্যারোফোবিয়ান রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে নীল রং টা অত্যন্ত ভালো বলে মনে করা হয় কারণ এ ধরনের আক্রান্ত রোগীদের নীল রং শান্ত রাখতে সাহায্য করে।

তবে প্লেনের ক্ষেত্রে নীল রংয়ের করার অর্থ হল যাতে নোংরা ধুলোবালি গুলো কম বোঝা যায় হালকা রংয়ের থেকে গাড়ো রং এর ক্ষেত্রে সেটা অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়।