সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই রেল স্টেশনের চে’হা’রা বদলে যা’বে শীঘ্রই, পাবেন বিমানবন্দরের ম’তো সুযোগ সু’বি’ধা

গোটা ভারতবর্ষের সবথেকে বড় স্টেশনের মধ্যে একটি হল বিহারের পাটনা জংশন। এই স্টেশনটির রাজ্যের রাজধানীতে অবস্থিত সেই কারণে এটি গোটা দেশের মধ্যে বিখ্যাত। তবে জানা যাচ্ছে যে এই বিখ্যাত রেলস্টেশনটির এবার চেহারা বদলে যেতে চলেছে।

জানা গেছে স্টেশনটিতে বিমানবন্দরের মত সুবিধা আগামী দিনে পাবেন যাত্রীরা। যাত্রীদের সুবিধার্থে তৈরি করা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ। ইতিমধ্যেই এই লাউঞ্জের কাজ শেষের পথে জানা গেছে এই নির্মাণের কাজ শেষ হওয়ার পরপরই এই লাউঞ্জটি যাত্রীদের জন্য চালু করা হবে।

মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই লাউঞ্জটি চালু করা হবে এবং বিমান বন্দরে যাত্রীরা যেরকম সুবিধা পেয়ে থাকেন সেইরকমই সুবিধা পাবেন এখানকার রেলস্টেশনের যাত্রীরা।

আরো পড়ুন: ভারতের নাগরিকত্ব ছা’ড়া’র হি’ড়ি’ক পড়েছে! কোথায় যা’চ্ছে লোকজন?

আগামী দিনে যাত্রীদের সুবিধার্থে এই বিভিন্ন রকম চেষ্টা চালানো হচ্ছে রেলের পক্ষ থেকে। যাত্রীরা যাতে সুন্দর ভাবে অপেক্ষা করতে পারেন ট্রেনের জন্য সেই সুবিধার্থেই তৈরি করা হচ্ছে যাত্রীদের জন্য লাউঞ্জটি।

লাউঞ্জটি এমনভাবে বানানো হয়েছে যেখানে মনে হবে যে এটি কোন বিমানবন্দর। অনেকেই রেল স্টেশনের ট্রেনের জন্য অপেক্ষা করতে বিরক্ত বোধ করেন তবে এই রকম একটি লাউঞ্চে অপেক্ষা করতে মোটেই বিরক্ত বোধ হবে না বলেই মনে করছেন রেল কর্তৃপক্ষ।

কারণ এই লাউঞ্জটি অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এই লাউঞ্জটি তৈরি করার ক্ষেত্রে বিশেষ দায়িত্ব পালন করছে গান্ডিব বিল্ডার্স সংস্থা। তবে লাউঞ্জের ক্ষেত্রে যাত্রীদের চার্জ দিতে হবে কারণ এই লাউঞ্জে থাকবে বাচ্চাদের ভিডিও গেম খেলার মতো সুবিধা এছাড়া আরামদায়ক চেয়ার, এছাড়াও পাওয়া যাবে খাবার।