সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃণমূলে কি ব্রাত্য মদন মিত্র? SSKM নিয়ে কি বয়ান দিলেন চন্দ্রিমা?

পিজি হাসপাতাল এবং মদন মিত্রের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। হাসপাতালের একজন ল্যাব টেকনিশিয়ান ঘন্টার পর ঘন্টা অ্যাম্বুলেন্স আটকে ছিলেন তাকে নাকি দেওয়া হয়নি পরিষেবা। এমন অভিযোগ তুলে সরব হয়েছেন কামারহাটি বিধায়ক মদন মিত্র।

এমনকি তিনি সিপিআইএমের গুনোগান পর্যন্ত করে ফেলেন। এবার মদন মিত্রের অভিযোগের পাল্টা দিলেন আরেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

মদন মিত্রের রোগীর জন্য আমরা আলাদা করে সুবিধা দিতে পারব না এই প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেন ভেন্টিলেটরের রোগীকে রাখতে গেলে আগে থেকে নাম নথিভুক্ত করতে হয় সেই তালিকা অনুযায়ী সুযোগ পান রোগীরা।

মদন মিত্র যে রোগী নিয়ে এসেছেন তার নাম ঐ তালিকায় ছিল না রাত বারোটা নাগাদ তিনি আমাকে ফোন করেন। আমার পক্ষে ওই সময় কিছু করা সম্ভব ছিল না কোন রোগীকে তো ভেন্টিলেশন থেকে বার করা সম্ভব নয়।

চন্দ্রিমা আরো বলেন মদন মিত্র রোগী নিয়ে এসেছেন তাকে বাড়তি সুবিধা আমরা দিতে পারবো না। এদিন হাসপাতালের পাশে দাঁড়িয়ে তিনি আরো বলেন হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে তারা যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন।

শুক্রবার রাতে ভয়ংকর বাইক দুর্ঘটনায় ওই হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান শুভদীপ পাল নামের এক যুবক গুরুতর আহত হণ। তাকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে আসেন মদন মিত্র।

কিন্তু বহু চেষ্টার পরেও রোগীকে হাসপাতালে ভর্তি করানো যায়নি বলে অভিযোগ করেন বিধায়ক তিনি বলেন সিপিএমের আমল হলে এক মিনিটের মধ্যে রোগীকে ভর্তি করতাম। এমনকি এই গোটা ঘটনায় মমতার হস্তক্ষেপ দাবি করেন তিনি।