সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা কালীকে নিয়ে অবমাননাকর পোস্ট, মহিলা পরিচালককে গ্রে’ফ’তা’রে’র দা’বি সোশ্যাল মিডিয়া জু’ড়ে

প্রতিবছরই বলিউড ইন্ডাস্ট্রিতে যেমন কিছু কিছু ছবি দারুণ প্রশংসা পায়, তেমনই কিছু ছবি নিয়ে চলে তীব্র সমালোচনা। এই সমালোচনার কারণ অবশ্য ভিন্ন হতে পারে।

অনেক সময় ধর্মীয় কারণে ছবির রিলিজ বাতিল হতেও দেখা গিয়েছে। সম্প্রতি ‘কালী’ নামক এক হিন্দি ছবিতে হিন্দু দেবী ‘মা কালী’কে অবমাননা করা হয়েছে এমন অভিযোগ উঠল। ছবির পরিচালক লীনা মানিমেকেলাই।

সম্প্রতি ‘কালী’ এর পোস্টার প্রকাশিত হয়েছে। সেখানে মা কালির পোশাকে থাকা এক বহুরূপী অভিনেত্রীকে দেখা যাচ্ছে যার এক হাতে রয়েছে LGBTQ সম্প্রদায়ের পতাকা এবং অন্য হাতে একটি সিগারেট নিয়ে সুখ টান দিতেও দেখা গেল তাকে।

আরো পড়ুন: মুকুল পুত্র শুভ্রাংশুর না’ম জড়ালো প্রাথমিক শিক্ষক নি’য়ো’গ কা’ণ্ডে

পরিচালক লীনা মানিমেকেলাই নিজের টুইটার প্রোফাইলে ছবির পোস্টার শেয়ার করার সাথে সাথেই তা নিমেষে ভাইরাল হয়। আর মা কালীর এমন বিচিত্র রূপ দেখে নেটিজেনরা পরিচালকের বিরুদ্ধে সরব হয়। এমনকি এদিন ‘অ্যারেস্ট লীনা মণিমেকালাই’ টুইটার ট্রেন্ড সেকশনে দেখা গিয়েছে।

তবে গ্রেফতারের দাবিতে লীনা মণিমেকালাই এর টুইটার প্রোফাইল উত্তাল হলেও নিজের প্রোফাইল থেকে তিনি ছবির পোস্টার মুছে ফেলেননি। বরং দাবি করেছেন যে ‘অ্যারেস্ট লীনা মণিমেকালাই’ নয় ‘লভ ইউ লীনা মণিমেকালাই’ করে দেওয়া হোক টুইটার ট্রেন্ড।

লীনার কথায় যতক্ষণ না ছবিটা দেখা হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না এই ছবির ধারণা। এক সন্ধ্যেতে যখন মা কালী টরোন্টোর রাস্তায় আবির্ভুত হন তখন সেই ঘটনাকে ঘিরেই এই ছবিটি তৈরী হয়েছে।

ছবির পোস্টারকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনা ও কটাক্ষ চললেও তাতে এতটুকু বিচলিত না হয়ে পরিচালক বলেন, “নতুন করে আমার হারানোর কিছুই নেই।

আমি চাই এমন একটা কণ্ঠস্বরের সাথে বেঁচে থাকতে যেটা কোনো ভয় চারকথা বলতে পারে। যদি এর জন্য আমায় জীবন দিতে হয়, তাও দিয়ে দেব।”

আগামী দিনে তিনি নেটিজেনদের দাবি মেনে নিয়ে ছবির পোস্টারটিকে কি আবার নতুন ভাবে তৈরি করবেন নাকি নিজের বক্তব্যে স্থির থাকবেন এখন সেটাই দেখার।”