সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে ন’য়া পালক, এই বিভাগে দেশের মধ্যে প্রথম স্থান পে’লো

কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম এবারও শীর্ষে,টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট’- বিচারে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম সবার উপরে।

সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়ন ক্যাটাগরিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, আগামীতে বিভিন্ন জায়গা থেকে অনুদান পাওয়ার ক্ষেত্রে এই অবস্থান কাজে লাগবে।

শুধু কিন্তু তাই নয় বিশ্ববিদ্যালয়ের আরেকটি বিভাগ( অর্থনৈতিক) থেকে ১৪তম স্হান পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। এই বিষয় নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সত্যিই আমাদের জন্য এটা গর্বের।

আরো পড়ুন: আজব ব্যা’পা’র! এই মন্দিরে ছেলেরা মেয়ে সেজে পূজো দি’তে যান! কিন্তু কেন?

কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে এটা নতুন কিছু নয়। এর আগেও বহুবার সম্মানিত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, গতবারের কথাই বলা হয় তাহলে অ্যাকাডেমিক র‍্যাঙ্কিং অফ দ্য ওয়ার্ল্ড উনিভার্সিটিস এর বিচারে ভারতে দ্বিতীয় স্থান পেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

স্থান লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট করে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সমস্ত ছাত্র-ছাত্রীদের। তিনি টুইট করে লিখেছেন, দেশের সমস্ত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। এই জন্য আমি খুবই গর্বিত অনুভব করছি।