সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বজরংবলি বি’শে’ষ বি’শে’ষ কিছু ক’থা বলে গিয়েছেন যা আজও শিক্ষার ক্ষে’ত্রে খুবই জরুরি

আজ পবিত্র হনুমান জয়ন্তী। দেশের বিভিন্ন জায়গায় হনুমান জয়ন্তীর পূজা অর্চনা করতেও দেখা যায়। শুক্ল পক্ষের পঞ্চ দশীতে এই পূজা করা হয়। কিন্তু ভগবান হনুমান তার গোটা জীবন জুড়ে অনেক গুরুত্বপূর্ন শিক্ষা দিয়ে গেছে মানুষ কে, যা আমাদের জীবনে অনেক কাজে লাগে। আসুন জেনে নিই ভগবান হনুমানের থেকে কি কি শিক্ষা পেতে পারেন।

বানর থেকে নর হওয়ার শিক্ষা :- জীবনে সব সময় নত হতে নম্র হতে শেখা দরকার এতে আমরা আরো ভালো মানুষ হতে পারবো। বিনয়ী হওয়ার শিক্ষা দেন ভগবান হনুমান।

কর্ম করে যাও ফলের আশা করো না :- প্রতিটা মানুষের নিজের কাজটুকু করে যাওয়া উচিত ফলের আশা করা উচিত নয়। কেউ ভালো কাজ করলে সে এমনিতেই ভালো ফল পান।

ক্ষুদা থাকুক, জ্ঞান লাভ করার ক্ষুদা :- ভগবান হনুমান হলেন ‘ জ্ঞান গুণ সাগর ‘ তিনি শিখিয়েছেন অন্তহীন শিক্ষার পাঠ। যে যত বেশিই জানেন না কেনো সব সময় ছাত্র থাকা উচিত, এতে আপনার জ্ঞান আরো বাড়বে আর জ্ঞানী হয়ে উঠতে পারবেন।

আরো খবর: বাংলার আবহাওয়ার বি’রা’ট পরিবর্তন! ব্যা’প’ক ঝড়বৃষ্টির পূর্বাভাস দি’লো IMD

জীবনে ভালো উদ্দেশ্যে ভালো থাকা জরুরী:- অন্য মানুষের মুখে হাসি ফোটানো জরুরি। নিজেকে আরও বড় মানুষ করে তোলাই মানব জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে জীবন কাটিয়ে দেওয়া উচিত।

মনের আলো জীবনের আসল সম্পত্তি :- আমাদের এই মানব জীবনে পার্থিব জিনিস আমরা জয় করি বা অর্জন করি সবটাই আমাদের থেকে নিয়ে নিতে পারে যে কেউ কিন্তু আপনার মহত্ব আপনার জ্ঞান এবং আপনার চরিত্র কোনোটাই আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না।

যা মন থেকে চাও তাঁর জন্য কাজ করে যাও :- দীর্ঘ দিনের সাধনার পর হনুমান মা সীতার কাছে পৌঁছতে পেরেছিলেন আর তা থেকেই প্রমাণ হয় এক মনে চেষ্টা করলে সে চাওয়া পূরণ হবেই। তাই এক মনে চেষ্টা করে যাওয়া উচিত।