সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কে ছিলেন প্র’থ’ম ভালোবাসা? মুখ খুললেন “মিঠাই” সিরিয়ালের সৌমিতৃষা

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’। যে ধারাবাহিকে আমরা আদৃত-সৌমিতৃষা জুটিকে দেখতে পাই। তবে এই সিরিয়ালেই সৌমিতৃষা প্রথম অভিনয় করছে এমনটা নয়। এই সিরিয়ালের মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু। এর আগে ‘এ আমার গুরুদক্ষিণা’, ‘গোপাল ভাঁড়’, ‘অলৌকিক না লৌকিক’, ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘কনে বৌ’ সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতেও এই অভিনেত্রী ভীষণ অ্যাক্টিভ থাকেন। ইন্সটাগ্রামে তার ফলোয়ারও রয়েছে অনেক। নিজের জীবনের সমস্ত কথাও প্রায়শই শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। তবে বারাসতের মেয়ে সৌমিতৃষার তুলনায় এই মিষ্টি নায়িকাকে ‘মিঠাই’ নামেই সবাই চেনেন। তিনি অভিনেত্রী তো বটেই, পাশাপাশি দক্ষ নৃত্যশিল্পীও। সম্প্রতি নাচের একটি ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি, ক্যাপশনে লিখেছেন, তাঁর জীবনের প্রথম ভালোবাসা নাচ। এই কথা লিখে তিনি একটি লাল রঙের হার্ট ইমোজি দিয়েছেন।

বর্তমানে মেয়েরা প্রেম-বিয়ে-সংসার এসবের থেকে নিজের কেরিয়ারকেই বেশি গুরুত্ব দেন। নায়িকারাও তার ব্যতিক্রম নয়। এখন বিয়ের পরে, এমনকি মা হওয়ার পরেও চুটিয়ে কাজ করছেন তাঁরা। সৌমিতৃষার কঠিন পরিশ্রম ও দক্ষ অভিনয়ের ফলে ‘মিঠাই’ বরাবর টিআরপি রেটিংয়ে প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।মিঠাই’ চরিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট হোমওয়ার্ক করতে হয়েছে তাঁকে। চলতি সপ্তাহে সিরিয়ালের টিআরপি কিছুটা নিচে নেমেছে ঠিকই, তবুও সৌমিতৃষার জনপ্রিয়তা কিছুমাত্র কমেনি।

কিন্তু মিঠাই-এর জীবনে তো উচ্ছেবাবু সিদ্ধার্থ আছেন, বাস্তবে সৌমিতৃষার জীবনের নায়ক কে? -এ কথা জানতে চাইলে তিনি বারংবার নিজেকে সিঙ্গল বলে দাবি করেছেন। তিনি বলেছেন আগে কেরিয়ার, তারপর সবকিছু। তার কথায়, লড়াই এখনও শেষ হয়নি। পাকাপাকিভাবে আগে ইন্ডাস্ট্রিতে পায়ের তলার জমি শক্ত করতে হবে। আপাতত কেরিয়ার গড়াই তাঁর মূল লক্ষ্য।

মিঠাই ওরফে সৌমিতৃষা বাস্তবে খুব মিষ্টি ভক্ত। তার কথায় কোচিং থেকে পড়ে ফেরার পথে মায়ের সাথে মিষ্টির দোকানে দাঁড়িয়ে দু-তিনটি মিষ্টি খাওয়া ছিল নিত্যদিনের ব্যাপার। আজও নিজের ডায়েট থেকে সেই মিষ্টিকে বাদ দিতে পারেননি সৌমিতৃষা। আর একদিকে বেশ ভালোই হয়েছে। মিঠাই সিরিয়ালটিও খানিকটা মিষ্টিকে কেন্দ্র করে, তাই মাঝেমধ্যে সেটে মিষ্টিও খান সৌমিতৃষা।