সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অভাবনীয় ফি’চা’র্স, সূর্যের আলোতে রং পরিবর্তন হ’বে Vivo V23 Pro স্মার্টফোনের

এই মাসে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি 23। এই ফোনের বিশেষত্ব হলো এই যে ফোনটি ব্যবহার করার সময় রঙের পরিবর্তন হতে থাকে। সূর্যের আলোর সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে ফোনের রং। এর জন্য মানুষের মনে এই ফোন সম্পর্কে অনেক কৌতুহল জমা হয়েছে। ফোনের রং পরিবর্তনের পেছনে কোন প্রযুক্তি কাজ করছে তা জানতে চাইছেন অনেকে।

Vivo V23 5G, Vivo V23 Pro 5G Price in India, Storage Variants Surface on  Retail Listing Ahead of Launch | Technology News

যদিও ফোনের এমন রং পরিবর্তনের জন্য কোনো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়নি। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ফোনের ব্যাক প্যানেলে লাগানো কাঁচের রং পরিবর্তন হয়। অতিবেগুনি রশ্মি রয়েছে এমন জায়গায় ফোনটি থাকলে তার রঙ বদলে যাবে। অত্যন্ত সহজ প্রযুক্তি ব্যবহার করে এমন বিশেষত্ব আনা হয়েছে ফোনে। যা দেখে অনেকেই ভাবছেন ফোনটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

এই ফোনের দাম 29990 টাকা। 8 জিবি রাম এবং 128 জিবি স্টোরেজ পাওয়া যাচ্ছে ফোনে। 12 জিবি রাম এবং 256gb স্টোরেজে ফোন কিনতে গেলে 34 হাজার 990 টাকা খরচ করতে হবে। একইভাবে 8 জিবি রাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের ভিভো ভি 23 প্রো 5g ফোন কিনতে গেলে খরচ করতে হবে 38 হাজার 990 টাকা। 12 জিবি রাম এবং 256 জিবি স্টোরেজের ফোন কিনতে হলে 43 হাজার 990 টাকা খরচ করতে হবে।

vivo V23 Pro in for review - GSMArena.com news

স্টারডাস্ট ব্ল্যাক এবং সানশাইন গোল্ড কালারে পাওয়া যাচ্ছে ভিভো ভি 23 ফাইভ জি এবং ভিভো ভি 23 প্রো 5g। এতে রয়েছে ডুয়াল সিমের ব্যবস্থা, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ ভি 5.2 কানেক্টিভিটি রয়েছে। এ সঙ্গে রয়েছে 6.44 ইঞ্চি ডিসপ্লে।