সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের প্রথম প্রজাতন্ত্র দিবসে প্রধান অ’তি’থি কে ছিলেন?

২৬ শে জানুয়ারি ১৯৫০ এ ভারতীয় সংবিধান কার্যকর করা হয় আর এই দিনটিকে পালন করা হয় প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস হিসেবে। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ৩১ টি গান স্যালুট দিয়ে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। তারপর থেকে প্রতিবছর এই দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়।

২৬ শে নভেম্বর ১৯৪৯ সালে ভারতের সংবিধান গ্রহণ করা এবং পঞ্চবার্ষিকী যোজনার পরিকল্পনা করা হয়। রাজধানী দিল্লিতে এদিন অস্ত্র প্রদর্শন কুচকাওয়াজ পতাকা উত্তোলনের মতন নানান কর্মসূচি গৃহীত হয়। ন্যাশনাল স্টেডিয়াম রিগাল সিনেমার সামনের ময়দান কিংস ওয়ে এবং লালকেল্লা বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি।

তখন ভারতীয় রাজপথ কিংস ওয়ে নামে পরিচিত ছিল। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রতি বছর ২৬ শে জানুয়ারিতে একজন করে বিশিষ্ট অতিথিদের আমন্ত্রণ জানান হয়। ১৯৫০ সালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

আরো খবর: আজ সরস্বতী পূজা ও প্রজাতন্ত্র দিবস, কেমন কা’ট’বে দিনটি দেখে নিন, রইলো রাশিফল (26.01.2023)

১৯৫৫ সালের রাজপথের প্রথম প্যারেড অনুষ্ঠানে পাকিস্তানের গভর্নর জেনারেলের মালিক গোলাম মোহাম্মদকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। বায়ু নৌ এবং স্থল বাহিনীর তরফে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ঘোর সওয়ারী উট এবং হাতির মহড়া দেওয়া হয়।

সেনাবাহিনী ও আধা সেনাবাহিনীর উপস্থিতিতে মার্চ পোস্ট করা হয়। ১৯৫০ সালে প্রথম বার বিটিং দা রিতৃতে বাজানো হয় মহাত্মা গান্ধীর প্রথম গান about with me

সেদিন থেকে আজও ওই গানের সুরটি বেজে চলেছে। উন্মুক্ত বগি গাড়িতে চেপে সৈন্যদের মহড়া দেখতে আসতেন রাষ্ট্রপতি। তখন কোন ট্যাবলো অবশ্য প্যারেডে অংশগ্রহণ করত না শুধুমাত্র সেনাবাহিনীর ব্যান্ড অনুষ্ঠান অংশগ্রহণ করত।