সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কে হচ্ছেন গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী? আর গো’প’ন রাখলেন না অমিত শাহ

গুজরাটে সমস্ত রাজনৈতিক দল গুলোর এখন জোরদার তোড়জোড় চলছে। কারণ আগামী মাসেই পরবর্তী বিধানসভা নির্বাচন হতে চলেছে। জানা যাচ্ছে দু দফায় এই নির্বাচন হবে। আর গোটা গুজরাট এখন সেই দিকেই তাকিয়ে কে হতে চলেছে তাদের রাজ্যের আগামী দিনের মুখ্যমন্ত্রী। তবে এই নিয়ে সম্প্রতি একটি বড়ো সরো ঘোষণা করে দিয়েছেন এই দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথা শুনে অনুমান করা যায় বিজেপি থেকে এই নির্বাচন জেতার একটা আত্মবিশ্বাস রয়েছে।

তিনি বলেন, এই নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় বা একক সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে আগামী দিনের গুজরাটের মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল। তিনি আগে পঞ্চায়েত ভোটে জয়ী ও বিধায়ক হয়েও থেকেছেন এই প্রথম তিনি মুখ্যমন্ত্রী পদ পেতে চলেছেন আর তাই তার প্রতি সকলেই আশাবাদী।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে হটাৎ করেই বিজেপি থেকে বিজয় রূপাণীকে সরিয়ে ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী করেছিলেন মোদী-শাহরা। ভূপেন্দ্র প্যাটেল ঘাটলোডিয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁকে ওই কেন্দ্র থেকে টিকিট দিয়েছে বিজেপি। মন্ত্রিত্বের অভিজ্ঞতা না থাকা সত্বেও ভূপেন্দ্রের ওপর আস্থা রেখেছিলেন মোদী।

আরো পড়ুন: ছেলেদের প্র’স্টে’ট ক্যা’ন’সা’রে’র ঝুঁ’কি সবচেয়ে বে’শি, কোন সবজি খেলে দূরে থা’ক’বে এই রো’গ?

আর তিনি নিরাশ করেন নি। তার কার্যক্রম যথেষ্ট মন জিতে নেওয়ার মতোই। তার ২০০ দিনের মন্ত্রিত্বের জীবনে যেখানে একজন মন্ত্রী মানেই তাকে আমরা ধোপদুরস্ত পাঞ্জাবি-পাজামাতে দেখব আশা করি। সেখানে ভূপেন্দ্র প্যাটেল সাধারণ প্যান্ট-শার্টেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।

তিনি একেবারে নিচু তলার লোক থেকে শুরু করে উপর তলার সব জায়গার মানুষের সাথেই সমান ভাবে যোগাযোগ রেখে থাকেন। আর তাই ভূপেন্দ্রপ্যাটেলের মুখ্যমন্ত্রী পদে ২০০ দিন পূরণের পর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি লিখে একের পর এক উল্লেখযোগ্য সিদ্ধান্তের জন্য প্যাটেলের প্রশংসা করেছিলেন।

প্রকাশ্য সভা থেকে প্যাটেলের প্রশংসা করে মোদী জানিয়েছিলেন, গুজরাট এমন একজনকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছে যাঁর পঞ্চায়েত থেকে বিধায়ক, সব ধরনের কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সর্বক্ষণের পার্টি কর্মী ও নরেন্দ্র মোদীর ভরসা যোগ্য হওয়ার জন্য তিনিই হয়তো গুজরাটের আগামী দিনের মুখ্যমন্ত্রীর পদ পেতে চলেছেন বলে আশা করা যায়।