সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডা’কা’তি রু’খ’তে গি’য়ে ৬২ গ্রামবাসী প্রা’ণ হারালেন, চারিদিকে শুধু র’ক্তে’র দা’গ

নাইজেরিয়ায় ডাকাতি রুখতে গিয়ে ৬২ জন গ্রামবাসী সশস্ত্র বন্দুকধারীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন। গুলিতে যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা প্রত্যেকেই স্বেচ্ছাসেবী পাহারাদারের দায়িত্বে ছিলেন। খুনিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী ও পুলিশ।

যদিও খুনিদের কাউকে এখনও পর্যন্ত পাকড়াও করা যায়নি। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘রয়টার্স’ জানিয়েছে, সশস্ত্র হামলাকারীদের হাত থেকে বাঁচতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কেবি অঙ্গরাজ্যে গ্রামবাসীদের নিয়ে বিশেষ স্বেচ্ছাসেবক দল গঠন করেছিল স্থানীয় পুলিশ।

ওই স্বেচ্ছাসেবকরা সশস্ত্র হামলাকারীরা যাতে অতর্কিতে হানা দিয়ে লুতরাজ চালাতে না পারে সে দিকে বিশেষ নজর রেখে চলেছিলেন। রবিবার রাতে গোপন সূত্রে ওই স্বেচ্ছাসেবক দলটি জানতে পারে, গ্রামে ডাকাতির উদ্দেশে চওড়া হচ্ছে সশস্ত্র বন্দুকধারীরা।

আরো পড়ুন: মা’ত্র ২২ বছর বয়সেই প্র’য়া’ত, ম’ন খা’রা’প নেটিজেনদের

আর সেই পরিকল্পনা ভেস্তে দিতে অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছিল। কেবির ‘ইয়ান সা কাই’ পাহারাদার দলের প্রধান উসমান সানি জানিয়েছেন, আগেভাগেই সশস্ত্র ডাকাত দল বিশেষ অভিযানের কথা জেনে যায়।

অতর্কিতে চড়াও হয় স্বেচ্ছাসেবক দলটির উপরে। নির্বিচারে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয় দলের প্রত্যেক সদস্যকে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে কেবি অঙ্গরাজ্যে মোটরসাইকেলে করে আসা কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে খুন করেছিল।