সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের ধনীতম শহর কোনটি? কলকাতা তালিকায় ক’তো নম্বরে?

বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় নাম লিখিয়েছে নিউ ইয়র্ক। আর ভারতের মধ্যে সবচেয়ে ধনী শহরের তালিকায় রয়েছে মুম্বাই। মুম্বাইয়ে মিলিয়নারের সংখ্যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। কারণ এখন সেই সংখ্যা ৫৯ হাজার, যেটা আগামীতে দ্বিগুণ হবে বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেটি হল হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক সমীক্ষায়। সেখানে জানা গেছে নিউ ইয়র্কে ৩ লক্ষ ৪০ হাজার মিলিয়নিয়ার রয়েছে। এই তালিকায় পরের নাম গুলো রয়েছে টোকিও সানফ্রান্সিসকো শহরের।

সেখানে মিলিনিয়ওরের সংখ্যা রয়েছে ২ লক্ষ ৯০ হাজার ৩০০ এবং ২ লক্ষ ৮৫ হাজার। তবে প্রথম কুড়িটি শহরের তালিকায় নেই ভারতের কোনো শহর। কিন্তু ২১ নম্বরে রয়েছে বাণিজ্য নগরী মুম্বাইয়ের নাম।

আরো খবর: মুকুলকে নিয়ে বি’স্ফো’র’ক ম’ন্ত’ব্য করলেন মদন মিত্র, তবে কি তিনিও?

এরপরেই দিল্লি , ব্যাঙ্গালোর তবে কলকাতার নাম কিন্তু তালিকায় নেই। গ্লোবাল ওয়েল্থ ট্র্যাকার হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী , নিউ ইয়র্ক শহর পৃথিবীর সব থেকে ধনী শহর।

একটা সময় ধনী শহরের তালিকায় ছিল লন্ডন, কিন্তু এবার সেই জায়গা দখল করেছে নিউ ইয়র্ক। লন্ডন এখন চতুর্থ স্থানে, এখানে মিলিওনিয়ার এর সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার।এরপরেই সিঙ্গাপুর সেখানে মিলিয়নিয়ার এর সংখ্যা। ২ লক্ষ ৪০ হাজার।