সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোথা থেকে পেলেন ন’গ’দ ১৮৫ কো’টি, ব্যবসায়ীর জ’বা’ব শু’নে হে’সে উ’ল্টে যান IT অফিসাররা

১ -২ কোটি তো নয়, একেবারে ১৮৫ কোটি টাকা তাও আবার নগদ। উত্তরপ্রদেশের একজন পারফিউম ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১৮৫ কোটি টাকা। এত টাকা তাও আবার নগদ ,তার দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং আয়কর বিভাগের অফিসারদের। এত টাকা কিভাবে মজুত করতে পারে একজন বাড়িতে‌ ? যখন অফিসারেরা প্রশ্ন করে এত টাকা কিভাবে পেলেন? তখন সেই ব্যবসায়ী জবাব দেয়, পৈতৃক ৪০০ কেজি সোনা ছিল তাদের কাছে, সেটা বিক্রি করেই এই টাকা পেয়েছেন তিনি। এই কথা শোনার পরেই একেবারে হাসিতে লুটোপুটি হয়ে যান অফিসারেরা।

সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের দল গত পরশু অভিযান চালায় অখিলেশ, ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে সেই ব্যবসায়ীর বাড়িতে ঢোকে তারা। অনেকদিন থেকেই এই ব্যবসায়ীর ওপর কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। আর সেই সূত্র ধরেই এবার তাকে হাতে নাতে পাকরাও করে অফিসারেরা। এই পারফিউম ব্যবসায়ী তার পারফিউম বাজারে আনার পরেই অনেকটাই জনপ্রিয় হয়ে ওঠে, তবে আধিকারিকরা তল্লাশী চালায়, আর সেই সূত্র ধরেই যে টাকা বাজেয়াপ্ত করে তা দেখে মাথা ঘুরে যায় তাদের।

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, এই ব্যবসায়ীর নামে রয়েছে ৪০ টি সংস্হা, কারখানা, পেট্রোল পাম্প, কোল্ড স্টোর, দপ্তর সব জায়গাতেই অনুসন্ধান চালায় তারা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যেও রয়েছে তার দুটি সংস্হা , আসলে ভুয়ো সংস্হার নাম দিয়ে অনেক কর ফাঁকি দিয়েছেন তিনি।এমনকি জাল বিল দিয়েও ব্যবসা করা হচ্ছিল বলে জানা যায়।।