সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিমানবন্দরে ঢুকতে গিয়ে বাধা, অপমানে বিমান বা’নি’য়ে ফেললেন যুবক

বজরঙ্গী ওরফে ব্রিজমোহন রাজস্থানের জয়পুরের রাজলদেসরের বাসিন্দা। ছোটবেলায় তিনি বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীরা ঢুকতে না দেওয়ায় আঘাত পেয়েছিলেন; সেই আঘাতকে কাজে লাগিয়ে নিজের অনুপ্রেরণা যুগিয়ে ছিল সে।

বড় হয়ে আট বছর পর বানিয়ে ফেললে নিজেই আস্ত বীমা। বজরঙ্গী পঞ্চম শ্রেণীর পর আর পড়াশোনা করেনি। নিজের একটি মোবাইল ও কম্পিউটার সারানোর দোকান রয়েছে সেখান থেকেই রুজিরুটি হয় তাঁর।

দীর্ঘ ১৮ বছর কষ্ট করে পনেরো লক্ষ টাকা ব্যয়ে সে নিজেই বানিয়ে ফেলেছে দুজন বসার একটি বিমান। সে দাবি করেছে, বিমান ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এবং বিমানে ৪৫ লিটার জ্বালানির ট্যাঙ্ক রয়েছে। এই জ্বালানিতে ১৫০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারবে তাঁর বিমান।

আরো পড়ুন: রাস্তা দিয়ে দৌ’ড়ে যাচ্ছে বি’রা’ট আকৃতির গন্ডার, ভিডিও ভাইরাল

কিন্তু সে এখনো পর্যন্ত নিজের তৈরি বিমান নিয়ে আকাশে উঠতে পারেনি। কারণ বিমান ওড়ানোর জন্য লাগে সরকারি অনুমতি। গ্রামবাসীরা আশা করছেন, খুব শীঘ্রই তাঁর বিমানে চেপে আকাশে উড়বেন। বজরঙ্গী ইতিম্যেই সরকারের দ্বারস্থ হয়েছেন।