সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আচমকাই এই কোম্পানি প্ল্যা’নে’র দা’ম বাড়াচ্ছে, মোবাইল খরচ বা’ড়’তে চলেছে অনেকটাই

জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া গ্রাহকদের জন্য রয়েছে দুসংবাদ। এই তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি এবার তাদের প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানের দাম বাড়াতে চলেছে। এই তিনটি সংস্থা তাদের গ্রাহকদের ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা দেওয়ার জন্য যে নতুন ব্যবস্থা চালু করেছে তার পরিপ্রেক্ষিতেই দাম বাড়াচ্ছে তারা।

এই তিন টেলিকম সংস্থা অ্যামাজন প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশন দেয় তাদের গ্রাহকদের। সম্প্রতি জানা গিয়েছে যে অ্যামাজন প্রাইম ভিডিও তাদের অফার প্রাইস বাড়াতে চলেছে। অর্থাৎ অ্যামাজন প্রাইম ভিডিওর পরিষেবা নিতে গেলে আগের তুলনায় এবার বেশি টাকা গুনতে হবে গ্রাহকদের। তাই স্বাভাবিকভাবেই যে সমস্ত টেলিকম সংস্থা এই প্লাটফর্মকে তাদের অন্তর্ভুক্ত করেছে তাদের প্লানের মূল্য বাড়াতে হবে।

অ্যামাজন প্রাইম ভিডিও এক মাসের প্ল্যানের দাম 129 টাকা। এবার থেকে প্রতিবার 179 টাকা দিয়ে রিচার্জ করাতে হবে অ্যামাজন প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশনের জন্য। ঠিক একইভাবে তিন মাসের প্ল্যানের দাম 329 টাকা থেকে বাড়িয়ে 459 টাকা করা হবে। আবার এক বছরের প্ল্যানের দাম 999 টাকা থেকে বাড়িয়ে 1499 করা হবে। যদিও কবে থেকে এই দাম বৃদ্ধি হতে চলেছে সে সম্পর্কে এখনও অ্যামাজনের তরফ থেকে কিছু জানানো হয়নি।