সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩৫০ টি গুরুত্বপূর্ণ টিভি চ্যানেল দেখার সু’যো’গ নামমাত্র টা’কা’য়, ধামাকা প্ল্যা’ন ল’ঞ্চ করলো Airtel

প্রতিযোগিতার বাজারে এগিয়ে থাকতে এবং গ্রাহকদের সুবিধার কথা ভেবে দারুন প্ল্যান কার্যকর করতে চলেছে এয়ারটেল। ভারতী এয়ারটেল সম্প্রতি তিনটি নতুন এক্সট্রিম ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করেছে।

এই প্ল্যান শুরু হচ্ছে প্রতি মাসে মাত্র 699 টাকা থেকে। গ্রাহকরা বিনামূল্যে 350 টি টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন। এই প্ল্যানের নাম রাখা হয়েছে অল ইন ওয়ান।

এই প্ল্যানে কার্যত সব ধরনের সুবিধা পাওয়া যাবে। ভয়েস কলিং, আনলিমিটেড ডেটা, ডিটিএইচ পরিষেবাসহ 17 টি প্ল্যাটফর্ম দেখতে পাবেন।

আরো পড়ুন: গলা কি ঘনঘন শু’কি’য়ে যাচ্ছে? কি কি রো’গে’র লক্ষণ জেনে নিন

এরমধ্যে আমাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার, নেটফ্লিক্স, লাইনস গেট প্লে, হাঙ্গামা প্লে সহ আরো নানা চ্যানেল পাওয়া যাবে। এক্ষেত্রে ইনস্টলেশন চার্জ লাগবে না। প্রথম মাসে গ্রাহকদের কোনো রেন্টাল ফি দিতে হবে না।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে গ্রাহকদের কাছে বিনোদন পৌঁছে দেওয়ার জন্য নতুন প্ল্যান তৈরি করা হয়েছে। ডিজিটাল দুনিয়া নানা দিক যাতে তারা উপভোগ করতে পারেন তার জন্য সাশ্রয়ী মূল্যে তাদের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।

এতে গ্রাহক উপকৃত হবেন বলেই তারা মনে করছেন। এয়ারটেল 4k হাইব্রিড টিভি বক্স এর জন্য গ্রাহকদের এককালীন 2000 টাকা দিতে হবে। এরমধ্যে ডেডিকেটেড রিলেশনশিপ টিম, প্রায়োরিটি রেজোলিউশন, 60 সেকেন্ডের মধ্যে কল পিক আপ বা কল ব্যাকের সুবিধা পাওয়া যাবে।

40 এমবিপিএস স্পিড সহযোগে এই ব্রডব্যান্ডের মাসিক খরচ পড়বে 699 টাকা। এছাড়া মাসিক 1099 টাকার প্ল্যানে 200 এমবিপিএস স্পিডের ইন্টারনেট পাওয়া যাবে।

আনলিমিটেড এটার সঙ্গে ডিজনি প্লাস হটস্টার এবং অ্যামাজন প্রাইম দেখার সুযোগ থাকছে। এছাড়া রয়েছে 1599 টাকার প্ল্যান যেখানে 300mbps স্পিডসহ আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।