সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাতের আকাশে কি’সে’র আলো? উল্কাপাত না কি অ’ন্য কি’ছু?

মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার ঝাবুয়া এবং মহারাষ্ট্রের নাগপুরের আকাশে শনিবার রাতে স্পষ্ট দেখা গেল অনেকগুলো আলোর রেখা। রীতিমতো উজ্জ্বল এবং গায়ে গায়ে এগিয়ে চলেছে তারা। রাতের আকাশে ওগুলো কী? উল্কা নাকি কোনো ভিনগ্রহীদের যান?

এমন বিরল দৃশ্য ক্যামেরা বন্দী করেছেন অনেকেই। আর সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। যা দেখামাত্র নেটিজেনরা খুব কৌতুহলী হয়ে উঠেছেন।

এ প্রসঙ্গে ৩০০ বছরের পুরনো উজ্জয়িনীর জিওয়ালি অবজার্ভেটরির সুপারিন্টেন্ডেন্ট রাজেন্দ্র গুপ্তা বলছেন, “কোনও এলিয়েন টেলিয়েন নয়, ওগুলো দেখে উল্কাপিণ্ডই মনে হচ্ছে। উল্কাপাত সাধারণ ঘটনা।”

আরো পড়ুন: সে’রা বাজেট ফোন ৮ হাজার টা’কা’য়, দেখে নিন স্মার্টফোনের তা’লি’কা

উল্কা কী? মহাকাশে ঘুরে বেড়ানো এক ধরণের পাথুরে বস্তু, যার গতি প্রতি সেকেন্ডে ৩০ থেকে ৬০ কিমি। আর এই দুরন্ত গতির কারণেই পৃথিবীর দিকে আসার পথে বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে আগুন জ্বলে ওঠে এতে।

আর রাতের আকাশে সেই অনিন্দ্যসুন্দর দৃশ্য থেকে চোখ সরানো যায় না। কখনও কখনও বিক্ষিপ্ত ভাবে উল্কাপাত হয়, আবার কখনো সমবেত ভাবে।