সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভগবান বিষ্ণুর আশীর্বাদ পে’তে বৃহস্পতিবার করে এই কয়টি জিনিস অর্পণ করুন, মি’ল’বে সা’ফ’ল্য

ভগবান বিষ্ণু কিভাবে হবেন সন্তুষ্ট সেই বিষয়ে সম্প্রতি ভূপালের বাসিন্দা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন, বৃহস্পতিবার ছাড়া একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পুজো করা সব থেকে ভালো।

যেকোনো একাদশী তিথিতে যদি পুজো করা যায় ভগবান বিষ্ণুর তাহলে তিনি ভীষণভাবে সন্তুষ্ট হন এবং ভক্তকে আশীর্বাদ করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়।

তাই আপনি যদি ভগবান বিষ্ণুর পুজো করেন তাহলে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে। ধর্মীয় শাস্ত্র মতে, ভগবান বিষ্ণু কে পুজো করার পর ক্ষীর নিবেদন করা সবথেকে উচিত বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুর খুব প্রিয় ক্ষীর।

আরো পড়ুন: এই কোম্পানি মোটরসাইকেলে সবথেকে সস্তায় ডিস্কব্রেক দি’চ্ছে, সাথে পাবেন দুর্দান্ত মাইলেজ

তাই এটিকে প্রসাদ হিসাবে অর্পণ করা যায়। ভগবান বিষ্ণু কে পুজো করার সময় নারকেল ও নিবেদন করা যায়। মনে করা হয় নারকেল নিবেদন করলে ভগবান বিষ্ণুর সন্তুষ্ট হন এবং সকলকে আশীর্বাদ করেন।

ভগবান বিষ্ণুর হলুদ রং খুব প্রিয় তাই মনে করা হয় ভগবান বিষ্ণু কে হলুদ রঙের বস্ত্র পড়ানো উচিত। ভগবান বিষ্ণুকে যদি হলুদ রঙের পোশাক পরিয়ে ঠাকুরের সিংহাসনের বসানো যায় তাহলে তিনি ভীষণ ভাবে খুশি হন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কালো এবং সাদা তিল ভগবান বিষ্ণু কে ভীষণভাবে সন্তুষ্ট করে তাই বিষ্ণুর উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর সময় কিছু তিল রেখে দেবেন মনে করে।