সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুলিশের ইউনিফর্ম তৈরির ৯ কোটি টা’কা ব’কে’য়া, DG-কে চিঠি পোশাক প্রস্তুতকারী সংস্থার

বাংলার কোষাগারে এখন নাকি দারুন টানাটানি, আর সেই অবস্হার কথা শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই । বিভিন্ন ক্ষেত্রেই অর্থের অভাব দেখা যাচ্ছে বাংলার সরকারের। চারদিকে এই নিয়ে ইতিমধ্যে আলোচনা পর্যন্ত হচ্ছে।

ঠিক এই পরিস্থিতিতে আরেক বকেয়ার কথা সামনে এর সবার। জানা যাচ্ছে, রাজ্য পুলিশের ইউনিফর্ম বাবদ কয়েক কোটি টাকা বাকি রয়েছে। আর সেই কারণেই নবান্নে পাঠানো হচ্ছে বারবার চিঠি।

জানা যায়, ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো অপারেটিভ সোসাইটির কাছে রাজ্য সশস্ত্র পুলিশের থার্ড ব্যাটালিয়নের পোশাক তৈরী করার জন্য অর্ডার দেওয়া হয়। ২০২১, ২০২২ সালের অর্ডার পায় তারা।

আরো পড়ুন: আগামী ৮ এপ্রিল বাংলা বনধ

এমনকি কাপড় পর্যন্ত দেওয়া হয় তাদের তরফ থেকে, তাছাড়া ইতিমধ্যে সমস্ত ইউনিফর্ম পৌঁছে দিয়েছে তারা। যার টাকা এখনও বকেয়া। খরচ কি কম? ৯ কোটি ৪১ লক্ষেরও বেশী টাকা বকেয়া রয়েছে। যার বিল এখনও মেটানো হয়নি।

রাজ্য পুলিশের সদর দফতরের থেকে বিল মিটিয়ে দেওয়ার কথা থাকলেও এখনো সেটা করা হয়নি। এর সাথে ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো অপারেটিভ সোসাইটির তরফ থেকে বকেয়া মেটানোর জন্য বারবার ফোন, মেইল এমনকি চিঠি পর্যন্ত পাঠানো হয়, কিন্তু লাভের লাভ হয়নি কিছুতেই।

তাই এবার বাধ্য হয়েই খোদ ডিজিকে চিঠি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো অপারেটিভ সোসাইটির তরফ থেকে। সেখানে দ্রুত বকেয়া মেটানোর তাগাদা দেওয়া হয়েছে।