সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিছু না খেয়েই বিমানে একটানা ১৫ ঘন্টা, ইউক্রেন থেকে পড়ুয়াদের উদ্ধারে বড়ো ভূমিকা মহাশ্বেতার

ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করেছেন কলকাতার মেয়ে মহাশ্বেতা চক্রবর্তীর। তার বয়স ২৪; আসল বাড়ি অশোকনগর। পড়াশোনার জন্য কলকাতায় আসা। বর্তমানে থাকেন নিউটাউনে।

বর্তমানে তিনি একটি বেসরকারি সংস্থার বিমানচালক (ফার্স্ট অফিসার)। মহাশ্বেতা বলেন, ‘বাবা-মাকে বলেও বাড়ি থেকে বেরোতে পারিনি।

মহাশ্বেতা কলকাতার অক্সিলিয়াম কনভেন্ট স্কুল থেকে পড়াশোনার পর ইন্দিরা গাঁধী রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ পান। ছোট থেকেই ওড়ার স্বপ্ন দেখতেন তিনি।

আরো পড়ুন: ধোনিকে বি’য়ে করে বি’রা’ট সমস্যার মুখোমুখি হয়েছি, মু’খ খুললেন স্ত্রী সাক্ষী

রোমাঞ্চ এবং গতি টানে তাঁকে। কিন্তু ভাবেননি জীবনে এমন পরিস্থিতিতে পড়তে হবে, যখন রোমাঞ্চ এবং গতির সঙ্গে যুক্ত হবে অন্যের প্রাণ বাঁচানোর তাগিদ।

তবে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের কষ্টের কাছে যেন এটা কিছুই না। বাঙালি এই বিমানচালক ফার্স্ট অফিসার জানান, ‘‘এ এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।

পড়ুয়ারা যে রাস্তা দিয়ে ইউক্রেন ছেড়ে এসেছেন, সেখানে কোনও খাবারদাবারের দোকান ছিল না। চার দিকে গুলি ছুটছে। সেই অবস্থায় মাইলের পর মাইল হেঁটে তাঁরা এসেছেন পোল্যান্ড।”