সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাত পোহালেই জামাইষষ্ঠী, বাজারে ইলিশ মাছের দাম কতো?

বাঙালির পার্বণের মধ্যে অন্যতম জামাই ষষ্ঠী। একটা দিন পরেই বাঙালির এই উৎসব তার আগে বাজারে যেন হাত দেওয়া দায়। হঠাৎ করে দ্বিগুণ জামাইষষ্ঠীর বাজারের দাম। মাছ বাজারে আজ থেকেই বিভিন্ন রকমের মাছ। তার মধ্যে নজর কেরেছে ইলিশ চিংড়ি। দুই মাছের দাম কিন্তু বেশ চড়া।

কলকাতা এবং শহরতলীর বাজারের হাল-হকিকত মোটেও ভালো নয়। ইলিশ এবং চিংড়ির দাম রীতিমতো টেক্কা দিচ্ছে। আর অন্যান্য বড় মাছের কথা তো নাইবা বললাম। ইলিশ মাছের দাম শুরু হচ্ছে ৭০০ টাকা থেকে তা ঠেকেছে ১৬০০ টাকায়।

তবে মাঝে কেমন আকার হবে তার উপর নির্ভর করছে মাছের দাম। ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশের দাম রয়েছে ৯০০ টাকার আশেপাশে। আবার ৬০০ থেকে ৭০০ গ্রাম ইলিশ মাছের দাম বারোশো টাকা। এক কেজির উপর ইলিশের দাম রয়েছে দেড় হাজার টাকা ১৮০০ টাকা পর্যন্ত।

কাতলা মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ৪০০ টাকার কাছে। রুইয়ের দাম ২২০ টাকা। বড় আকারে পাবদা মাছের দাম রয়েছে ২০০ টাকা! ভেটকির দাম রয়েছে ৫০০ টাকা! কৈ মাছের দাম রয়েছে সাড়ে চারশো টাকা।

আবার মাংসের দোকানে গেলেও কিন্তু হাত পুড়বে আপনার। প্রতি কেজি চিকেন এর দাম ২০০ কুড়ি থেকে ২৪০ টাকা কেজি। মটনের ডাল ছাড়িয়েছে ৭৬০ থেকে ৮২০ টাকা। তবে সবজির দামে কিন্তু খুব একটা নরন চরন হয়নি। আলুর দাম ২০ থেকে ২২ টাকা কেজি বেগুন ৪০ টাকা, টমেটো ৩০ পটল ৪০ কাঁচালঙ্কা ১০০ টাকা কেজি।