সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সোনা মজুতের হি’সে’বে ভারত ক’তো নম্বর পজিশনে রয়েছে? জেনে নিন পাকিস্তানের অবস্থান

বর্তমানে সোনা একটি অতি মূল্যবান ধাতু। প্রত্যেক দেশের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ সম্পত্তি কারণ আর্থিক সংকটের সময় সোনার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর যে দেশে সোনার ভান্ডার যত পরিপূর্ণ, সেই দেশ ততটাই ধনী।

সম্প্রতি গোল্ড হাবের তরফে এটি রিসার্চ করা হয়েছিল। রিসার্চে জানা গেছে সবচেয়ে বেশি গোল্ড রিজার্ভ থাকা টপ-১০ দেশের নাম।

•আমেরিকা – এই দেশের স্থান প্রথম। এখানে রয়েছে ৮১৩৩.৪৭ টন সোনার ভান্ডার।

•জার্মানি- সোনার ভান্ডারের ক্ষেত্রে জার্মানি রয়েছে দ্বিতীয় স্থানে। ৩৩৫৯.০৯ টন সোনার ভান্ডার রয়েছে জার্মানির কাছে।

•ইতালি – তৃতীয় স্থানে ইতালি ৷২৪৫১.৮৪ টন সোনা রয়েছে।

আরো পড়ুন: রুশ হা’ম’লা’য় ক্ষতিগ্রস্ত দেহরক্ষীকে আ’র্থি’ক সহায়তা RRR খ্যা’ত রামচরণের

•ফ্রান্স- ফ্রান্সের স্থান চতুর্থ। এই দেশের সোনার ভান্ডারে রয়েছে ২৪৩৬.৩৫ টন সোনা।

•রাশিয়া – সোনার ভান্ডারের ক্ষেত্রে পঞ্চম স্থান রাশিয়া। রাশিয়ার কাছে রয়েছে ২২৯৮.৫৩ টন সোনা ৷

•চিন – ১৯৪৮.৩১ টন সোনার সঙ্গে চিন রয়েছে ষষ্ঠ স্থানে রয়েছে৷

•সুইৎজারল্যান্ড – এই দেশ রয়েছে সপ্তম স্থানে। সুইজারল্যান্ডে রয়েছে ১০৪০ টন সোনার ভান্ডার।

আরো পড়ুন: OMG: একটি সিম ব্যবহার করেই ২ টি নম্বর ব্যবহার ক’রা যা’বে! জানুন প’দ্ধ’তি

•জাপান – সোনার ভান্ডার হিসেবে জাপানের স্থান অষ্টম। জাপানে রয়েছে ৮৪৫.৯৭ সোনার ভান্ডার।

•ভারত – ভারত নবম স্থানে রয়েছে৷ ৭৪৩.৮৩ টন সোনা ভারতের কাছে রয়েছে।

•নেদারল্যান্ড – দশম স্থানে রয়েছে নেদারল্যান্ড।তাদের কাছে রয়েছে ৬১২.৪৫ টন সোনার ভান্ডার।