সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’র্মা’ন্তি’ক ঘ’ট’না, প্রয়াত হলেন ভারতের হিরো

উত্তর ২৪ পরগনার বসিরহাট শুক্রবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল। টাকিতে ইছামতি নদীতে টহল দেওয়ার সময় এক জওয়ানের রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল।

একটি মতের বক্তব্য, স্পিড বোট থেকে পড়ে জ‌ওয়ানের মৃত্যু হয়েছে। কিন্তু আদৌ কি তাই? উঠছে একাধিক প্রশ্ন। ঘটনাকে ঘিরে বসিরহাটের হাসনাবাদ থানার টাকি সৈয়দপুর সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সৈয়দপুর ক্যাম্পের ৮৫ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর একটি দল ইছামতি নদীতে শুক্রবার সকাল রুটিন টহল দেওয়া শুরু করে।

আরো পড়ুন: অদ্ভুত, বিশ্বজু’ড়ে মাত্র ৯ জন মানুষের দে’হে এই র’ক্ত রয়েছে, দশম ব্যক্তি আমাদের দেশেরই বাসিন্দা

সূত্রের খবর, হঠাৎই এক জওয়ান স্পিড বোট থেকে পড়ে যায়। তাঁর নাম নাসিরুদ্দিন আহমেদ। বছর আটত্রিশের ওই জওয়ানের বাড়ি মালদায়।

জল থেকে তাঁকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিএসএফের অন্দরেই।