সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যাপারটা কি? পরিযায়ী শ্রমিকরা হাজার কিমি হেঁ’টে বেঙ্গালুরু থেকে ওড়িশা পৌঁছালেন

তিন বছর আগে সেই জ্বলন্ত স্মৃতির কথা আজও কেউ ভোলেননি। লকডাউনের সময় সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। বাংলা থেকে বহু পরিযায়ী শ্রমিক কর্নাটকে ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিলেন। অন্যান্য শ্রমিকদের মতন তারাও কোন গাড়ি না পেয়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

এবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। তিনজন শ্রমিক এক হাজার কিলোমিটার পথ পেরিয়ে নিজেদের রাজ্যে ফিরলেন। আর এই দৃশ্য রীতিমতো শিহরণ জাগিয়ে দিয়েছে। তবে তাদের বাড়ি বাংলায় নয়, বাংলার পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায়। ব্যাঙ্গালোর থেকে ১০০০ কিলোমিটার পথ তারা হেঁটে ফিরেছেন উড়িষ্যায়।

সব থেকে বড় কথা তাদের পকেটে ছিল না কোন টাকা তাই কিছু খাওয়া হয়নি। মাঝেমধ্যে হয়তো রাস্তায় কেউ দয়া করে তাদের কিছু খেতে দিয়েছে কিন্তু সেটা নিতান্তই নগণ্য। তাদের নাম যথাক্রমে কাতার বধু এবং ভিখারী। রোজগারের আশায় তারা দালালের কথার উপর ভরসা করে চলে গিয়েছিলেন ব্যাঙ্গালোর।

আরো খবর: আপনি কি IPL-এ চিয়ার লিডার হ’তে চান? প্রশিক্ষণ কতদিনের? কি কি যো’গ্য’তা?

সেখানে গিয়ে কাজ করে মজুরি পেয়েছিলেন ঠিকই কিন্তু সেই সব মজুরি নিয়ে নেয় দালাল। তারা জানিয়েছেন ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিলাম বেশি টাকার লোভে সেখানে সংস্থার কর্মীরা আমাদের প্রাপ্য টাকা দেননি। কেড়ে নিয়েছে দালালেরা

তাই বাধ্য হয়ে এভাবেই বাড়িতে ফিরতে হচ্ছে তাদের।হাঁটা ছাড়া আর কোন উপায় নেই কারণ ট্রেনে আসতে গেলেও তাদেরকে পয়সা খরচ করে টিকিট কাটতে হবে। গত ২৬ শে মার্চ তারা যাত্রা শুরু করেন পায়ে হেঁটে তারা দীর্ঘ পথ পেরিয়ে শেষ পর্যন্ত তাদের গন্তব্যস্থলে পৌঁছে যান।

ওড়িশার মটোরিস্ট অ্যাসোসিয়েশনের তরফে তাদের দেওয়া হয় দেড় হাজার টাকা, আর সেই টাকা দিয়ে অবশেষে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা।