সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্যুটকেসের ভি’ত’রে কি ঘোরাঘুরি করছে? খুলতেই চ’ক্ষু চড়কগাছ

সম্প্রতি অস্ট্রিয়ায় এক পর্যটকের সঙ্গে এক মহিলা ক্রোয়েশিয়া ভ্রমণে গিয়েছিলেন। ওই মহিলা বাড়ি ফিরে এসে জামাকাপড় আলমারিতে রাখবেন বলে স্যুটকেস খুলতেই আঁতকে ওঠেন।

তিনি দেখেন, জামাকাপড়ের মধ্যে একেবারে কিলবিল করছে কাঁকড়াবিছে। তৎক্ষণাৎ প্রশাসনে খবর দেন ওই মহিলা। বন দফতরের কর্মীরা এসে পরীক্ষা করে দেখেন ছোট-বড় মিলিয়ে মোট ১৮টি কাঁকড়াবিছে রয়েছে ওই স্যুটকেসে।

তাঁরা জানান, কাঁকড়াবিছেগুলি যে প্রজাতির, তা ক্রোয়েশিয়াতেই মেলে, অস্ট্রিয়ায় নয়। তাই প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, ঘুরে বেড়ানোর সময়েই কোনও না কোনও ভাবে কিছু বিছে ঢুকে পড়ে ওই মহিলার স্যুটকেসে।

আরো পড়ুন: ব্যবসায়ীর বাড়ি থেকে উ’দ্ধা’র হলো অগুস্তা হেলিকপ্টার! দেশজু’ড়ে তো’ল’পা’ড়

সেগুলি তার পর স্যুটকেসের ভিতরেই বংশবিস্তার করে। প্রশাসন কাঁকড়াবিছেগুলিকে ক্রোয়েশিয়াতেই ফিরিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে।