Home দেশ ব্যবসায়ীর বাড়ি থেকে উ’দ্ধা’র হলো অগুস্তা হেলিকপ্টার! দেশজু’ড়ে তো’ল’পা’ড়

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যবসায়ীর বাড়ি থেকে উ’দ্ধা’র হলো অগুস্তা হেলিকপ্টার! দেশজু’ড়ে তো’ল’পা’ড়

তদন্তকারী সংস্থা সিবিআই ‘দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতি’র তদন্তে নেমে অভিযুক্ত এক ব্যবসায়ীর বাড়িতে। ওই ব্যবসায়ীর পেল্লাই চেহারার ঘর থেকে পাওয়া গিয়েছে অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার।

যার জেরে আবারও খবরের শিরোনামে অগুস্তা কপ্টার বিতর্ক। দিওয়ান হাউসিং ফিন্যান্স লিমিটেডে (ডিএইচএফএল) ৩৪ হাজার কোটি টাকার জালিয়াতি মামলায় অভিযুক্ত ব্যবসায়ী অবিনাশ ভোঁসলের পুণের বাড়িতে হানা দেয় সিবিআই।

সেখান থেকে এই কপ্টার বাজেয়াপ্ত করা হয়েছে। মনমোহন সিংহ নেতৃত্বাধীন ইউপিএ আমলে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভিভিআইপিদের জন্য ১২টি বিলাসবহুল চপার কিনতে ২০১০ সালে ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি হয় কেন্দ্রের।

আরো পড়ুন: দিনদুপুরে স্ত্রী পার্কে পরকীয়ায় ব্য’স্ত দারোয়ানের সঙ্গে, পিছনে দাঁ’ড়ি’য়ে বর! এরপর যা হ’লো

৩ হাজার ৬০০ কোটি টাকার ওই চুক্তিতে বিপুল অঙ্কের ঘুষের লেনদেন করা হয়েছিল বলে অভিযোগ। যা প্রকাশ্যে আসে ২০১৩ সালে। ইতালিতে প্রথম এই কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে অগুস্তা ওয়েস্টল্যান্ডের সিইও ব্রুনো স্প্যাগনোলিনিকে গ্রেফতার করা হয়।

ওই সংস্থা ভারতীয় বায়ুসেনার সঙ্গে চুক্তি নিশ্চিত করতে মধ্যস্থতাকারীকে ঘুষ দিয়েছে , এই অভিযোগে গ্রেফতার করা হয় অগুস্তার সিইও-কে। বিতর্কের জেরে ২০১৪ সালে এই চুক্তি বাতিল করে তৎকালীন কংগ্রেস সরকার। এই ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই। এই বিতর্কে নাম জড়ায় প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগীরও।