সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Train-কে বাংলায় কি বলে? ৯৯ শতাংশ লোকই জানেন না

ভারতে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হল রেল। ট্রেনপথে যাত্রা একদিকে যেমন আমারদায়ক, তেমনই বেশকিছুটা সস্তাও। তাই প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য রেলের ওপরেই নির্ভর করেন। একদিন ট্রেন বন্ধ মানেই মানুষের হয়রানির শেষ থাকে না। এ কারণেই ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয়। রেল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে ভারতের রেলপথের খেয়াল রেখে আসছে।

ভারতে রেল পরিষেবা চালু হয়েছিল ব্রিটিশদের হাত ধরেই, যা স্বাধীনতার বহু পূর্বে। তবে ভারত স্বাধীন হওয়ার পর মডার্ন রেলওয়ের সূচনা হয়। স্বাধীনতার পর থেকে সময় এগোনোর সঙ্গে সঙ্গে রেল পরিষেবা পৌঁছে গিয়েছে দেশের প্রত্যন্ত প্রান্তরে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক তথা বিশ্বের চতুর্থ নম্বরে ভারতীয় রেলের স্থান।

অন্যান্য গণপরিবহনগুলির তুলনায় রেলের ভাড়া অনেক কম। রেলকে প্রধান পরিবহণ হিসেবে আমরা ব্যবহার করি ঠিকই তবে ভারতীয় রেলের অনেক তথ্যই আমাদের অজানা। এর মধ্যে সবচেয়ে কমন প্রশ্ন Train-এর বাংলা অর্থ কি?

আরো খবর: আপ নেতাকে বি’য়ে করার পরেই কি অভিনয় ছাড়বেন পরিণীতি? হাত পাকাবেন রাজনীতিতে!

ফরাসি শব্দ ট্রেনার থেকে ইংরেজি ট্রেন শব্দের উৎপত্তি। ট্রেন শব্দটি এমন এক ধরণের পরিবহণকে বোঝায় যা ট্র্যাক বা লাইনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। আমাদের দেশেও ট্রেন বা রেল শব্দ দুটি ব্যবহার করা হয়। কিন্তু Train-এর বাংলা আমরা অনেকেই জানি না।

আর যেহেতু চলতি ভাষায় ট্রেন বা রেল এই শব্দগুলি ব্যবহার করা হয় তাই এর বাংলা জানার খুব একটা প্রয়োজন আমরা মনে করি না। তবে Train- এর বাংলা অর্থ জেনারেল নলেজ হিসেবে জেনে রাখা খুব প্রয়োজন। ট্রেনের বাংলা হল ‘লৌহশকট’ বা ‘লৌহপথগামিনী’। চলুন এবার আপনার অন্যকে জিজ্ঞাসা করার পালা। দেখুন তো কজন বলতে পারে।