সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“টা’কা দিয়ে সুখ কেনা যায়”, অর্থনীতিবিদদের গবেষণায় চা’ঞ্চ’ল্য’ক’র ত’থ্য

সুখের লাগি কি লাগে? কেউ বলবে প্রেম কেউ বলবে কাছের মানুষ! অনেকেই আবার আরও এক ধাপ এগিয়ে বলবেন টাকা থাকলে কখনো সুখী হওয়া যায় না। কিন্তু শুনলে অবাক হবেন টাকা থাকলেই সুখী হওয়া যায়। এমনটাই প্রমাণিত হয়েছে গবেষণায়। আর এই গবেষণা করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদরা। উঠে এসেছে নতুন একটা অর্থ তাতে দেখা গিয়েছে আয় এবং উপার্জন বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে আসে এক পরম তৃপ্তি।

নোবেল জয়ী প্রিন্সস্টন বিশ্ববিদ্যালয় কয়েকজন গবেষক এমনটাই বলছেন। গবেষণায় যোগ দিয়েছেন পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক। তারা এই সংক্রান্ত গবেষণার একটি জার্নাল প্রকাশ করেছেন। সেখানে জানানো হয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদরা এই সমীক্ষাটি চালিয়েছিলেন ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের মধ্যে।

এদের মধ্যে ৩৩৩৯১ জনের উপর এই সমীক্ষা চালানো হয়। মার্চ মাসের একেবারে প্রথম দিনেই শুরু হয় এই সমীক্ষা। উচ্চ আয় তাদের ক্ষেত্রে কতটা প্রতিক্রিয়া ফেলেছে তা জানতে প্রশ্ন করা হলে কেউ জানিয়েছেন খুব ভালো আবার কেউ জানিয়েছেন ভীষণ খারাপ।

আরো খবর: ভা’বা যায় OMR শিট নিয়ে মোড়া কেক! চা’ঞ্চ’ল্য বোলপুর জু’ড়ে

বেশি উপার্জন করলে যে বেশি সুখ পাওয়া যায় তাই বেশিরভাগ মানুষ স্বীকার করেছেন। আর কেউ কেউ এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন ৭৫ হাজার মার্কিন ডলার থাকলেই সুখ কিনতে পাওয়া যায়। ২০১০ সালে আরও একটি গবেষণা চালানো হয় সেখানে বলা হয়েছিল অর্থ কেবলমাত্র একটি বিন্দু পর্যন্ত সুখকে বাড়িয়ে তুলতে সাহায্য করে।

বছরে উচ্চতম আয়ের সঙ্গে সঙ্গে সুখের উন্নতি হয় বলেও জানিয়েছেন তারা। যারা বছরে ৫ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত আয় করেন তারা নাকি সর্বসুখী। আবার অনেকেই রয়েছেন যাদের উচ্চ আয় জীবনধারণের সঙ্গে কোনো রকম পার্থক্য সৃষ্টি করে না। এই ধরনের অসুখী গোষ্ঠী লোকের সংখ্যা খুবই কম। প্রায় ১৫ শতাংশ লোক রয়েছেন যারা টাকা পেলেও সুখ পান না।