সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিড-কিয়ারার বি’য়ে’তে কি কি থাকছে? মেনুতে কি কি পদ স্থা’ন পেয়েছে?

প্রেমের গুঞ্জনে ভরপুর বলিউড। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদ্ভানি বিয়ের পিঁড়িতে। বেশ কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন তারা। জয়সলমিরে বসেছে চাঁদের হাট। ইতিমধ্যেই মুম্বাই থেকে রাজস্থানে উড়ে গিয়েছেন কর্ণ জোহার শহীদ কাপুর মানিশ মালহোত্রা।

খাওয়া-দাওয়া গান-বাজনা সবমিলিয়ে বিয়ে বাড়ি ভরপুর। কি কি খাওয়া দাওয়া হবে বিয়েতে? সেই লিস্ট তৈরি হয়ে গিয়েছে। বিয়ে যখন হচ্ছে রাজস্থানে তখন সেখানে রাজস্থানী ছোঁয়া থাকবে সে বলাই বাহুল্য। খাওয়া-দাওয়া তে রয়েছে রাজস্থানের নানান রকম পদ। ডাল বাটি চুর্মা থাকছে মেনুর একেবারে প্রথমে।

এছাড়া আট রকমের চুর্মা এবং পাঁচ রকমের বাটি পদ হিসেবের রাখা হয়েছে। অযোধ্যা এবং রাজপুতানার নানান রকমারি পদ রয়েছে তালিকায়। এছাড়াও পাঞ্জাবি খাবার তো রয়েছে। আর মিষ্টি ছাড়া কি বিয়ে বাড়ি জমে। অন্তত কুড়ি রকমের মিষ্টির পদ রয়েছে। ইটালিও চাইনিজ কোরিয়ান সব রকমের খাবারের জন্য থাকবে আলাদা আলাদা স্টল।

আরো খবর: আর কলকাতার রাস্তায় দেখা যা’বে না ঐতিহ্যবাহী ট্রাম! ব’ড়ো কিছু করার প’থে সরকার

হোটেল সূত্রে জানা গিয়েছে ৬ তারিখ সকাল বেলা গায়ে হলুদ এবং সন্ধ্যায় একটি সংগীতের আয়োজন করা হয়েছিল। মঙ্গলে মঙ্গলসূত্রে বাঁধা পড়বেন কিয়ারা সিড। ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যেই চার হাত এক হবে। বিয়েতে নিমন্ত্রিতর সংখ্যা অল্প।

আর এই নিমন্ত্রিতদের জন্য অতিথি আপ্যায়নে কোন কশুর করতে নারাজ তারকা জুটি।  পাত পেরে যেমন খাওয়া-দাওয়া থাকবে ঠিক তেমনি থাকবে নানান রকম মাঙ্গলিক অনুষ্ঠান।

দুই পরিবারের তরফ থেকে দশ দিন আগেই জয়সালমীরের সূর্য প্রাসাদে পৌঁছে গিয়েছেন আত্মীয়-স্বজনরা। মণীশ মালহোত্রার ডিজাইনার লেহেঙ্গায় সাজবেন কিয়ারা। যদিও হবু বর কি সাজবেন সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।