সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাকে বলে বি’য়ে? বি’য়ে আসলে কি? দ্বিতীয় শ্রেণীর ছাত্রের উত্তর দেখে হ’ত’বা’ক শিক্ষক!

আজকাল সোশ্যাল মিডিয়ায় এমন এমন ভিডিও ভাইরাল হয় যা দেখলে আপনি হাসতে বাধ্য। বিশেষ করে ছোটো ছোট খুদেদের কাণ্ড কারখানা গুলি খুবই মজার হয়।সেরকমই একটি ছোটো বাচ্চার একটা প্রশ্নের উত্তর নিয়ে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। মূলত সমাজ এবং সামাজিক বন্ধন কিংবা সম্পর্কের বিষয়ে ছোটদের যাতে ধারণা তৈরি হয় তার জন্য প্রাথমিকের পড়াশোনায় এর উল্লেখ থাকে।

সেখানে মা-বাবা, কাকা, দাদা কিংবা পরিবারের বাকি সদস্যদের সম্পর্কে পরিচিত হতে পারে তারা। ঠিক একইভাবে বিয়ে নিয়েও ছোটদের মধ্যে সামাজিক বোধ তৈরি করার জন্য এই বিষয়টির উল্লেখ থাকে। আর সে কারণেই এক স্কুলের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়েছিল বিয়ে কাকে বলে? আর তার প্রশ্নের উত্তরে এক বাচ্চা যা লিখেছেন সেটা বাচ্চাটির মত বয়সের হলেও সঠিক বলেই মনে করেছেন অনেকে।

ওই পড়ুয়া লিখেছে, “বিয়ে তখনই হয়, যখন মেয়ের বাবা-মা তাঁদের মেয়েকে বলেন,‘তুমি এখন বড় হয়ে গেছো। তোমাকে আর খাওয়াতে পারছি না। যাও একজন লোককে খোঁজো যিনি তোমাকে খাওয়াবে।’ একইভাবে ছেলের বাড়িতে বলে, ‘বড় হয়েছো, এবার বিয়ের করো।” এরপর আবার বিয়ের বিষয়ে খুঁটিনাটি বিষয় যেমন বিয়ের পর কী হয় তাও সে লিখেছে।

ভাইরাল হওয়া ওই উত্তরপত্রে পরের অংশ দেখা যাচ্ছে সে লিখে রেখেছে, “ছেলে ও মেয়ে উভয়ে নিজেদের পরীক্ষা করে এবং খুশি হন। তারপর তারা একসঙ্গে থাকতে রাজি হয়। সন্তান পাওয়ার জন্য বাজে কাজ করতে শুরু করে”।

শিক্ষক মহাশয় তার এই উত্তর দেখে ভীষণ চটে গিয়ে কেটে দিয়ে নম্বরের জায়গায় শূন্য বসিয়ে দিয়েছেন কিন্তু অনেকেই বলেছেন তার ফুল মার্কস পাওয়া উচিত ছিল কারণ তার তথ্য সঠিক।

তাই শিক্ষক মহাশয় এই উত্তরে খুশি না হলেও নেটিজেনরা কিন্তু ওই ছোট্ট শিশুটিকে প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়াতে এই ভাইরাল পোস্ট এর কমেন্ট বক্সে তাই নানা প্রতিক্রিয়া চোখে পড়ছে। তাদের মতে বিয়ের আসল সত্যিটাই তুলে ধরেছে ওই পড়ুয়া।