সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের ডুয়ার্সে চিতাবাঘের দে’হ উ’দ্ধা’র, থেঁ’ত’লে গিয়েছে মুখ, র’ক্তে’র দা’গ সবদিকে

ফের ডুয়ার্সে মর্মান্তিক মৃত্যু হল একটি চিতা বাঘের। সম্প্রতি একটি চিতাবাঘের দেহ উদ্ধার হলেও জলপাইগুড়ি বন বিভাগের অন্তর্গত দলগাঁও রেঞ্জের বীরপাড়াতে। তার মুখের সামনের অংধ এমনভাবে খুবলে গিয়েছে যেন দেখে মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে তাকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাতের অন্ধকারে গাড়ির সামনে চলে এসেছিলো চিতাবাঘটি। চালক গাড়ি না থামিয়ে তার উপর দিয়েই চালিয়ে দেন।

গাড়ির ধাক্কাতেই চিতা বাঘের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছেন বন দফতরের কর্মীরা। চিতাবাঘটির দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সকালে গ্রামবাসীদের মধ্যে একজন নদীর ধারে চিতাবাঘের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তিনি পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানান। তারপর বন দপ্তরের কাছে খবর যায়। বনকর্মীরা তদন্ত করে দেখবেন কিভাবে বন্যপ্রাণীটির মৃত্যু হয়েছে।

উল্লেখ্য কিছুদিন আগেই আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া এলাকায় দ্রুত গতির একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে একটি লেপার্ড ক্যাটের। এই লেপার্ড ক্যাটের গায়ে ডোরাকাটা দাগ দেখে তাকে চিতাবাঘের শাবক ভেবে ভুল করেছিলেন স্থানীয় বাসিন্দারা।