সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজনৈতিক ময়দানে লড়াই ক’র’তে প্র’স্তু’ত AAP, বাংলা নিয়ে ব’ড়ো সি’দ্ধা’ন্ত কেজরিওয়ালের

একেই হয়তো বলে শেয়ানে শেয়ানে লড়াই। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বাংলায় দল গড়তে চলেছে আপ দল। দলীয় সূত্রে খবর, যেখানে সংগঠন ভালো হবে সেখান থেকেই লড়াই করবে দল।

আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেজরিওয়ালের ভালো সম্পর্ক। কিন্তু রাজনৈতিক ময়দানে সবাই সবার বিরোধী। এবার রাজ্যের কর্মতীর্থ প্রকল্পকে ভাঁওতাবাজি বলে কটাক্ষ আপের।

আসলে বাস্তবের সাথে কোনো ধরনের মিল নেই , এই প্রকল্পের।রাজ্যের মোট ৫৬ টি কর্মতীর্থ রয়েছে। আপের কর্মীরা দাবি করছে, পাঞ্জাবের পর এবার প্রধান লক্ষ্য বাংলা।

আরো পড়ুন: বাইডেনের চোখে চোখ রে’খে কথা, দুই দেশের যু’দ্ধে’র ই’তি টা’না’র প’ক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী

তার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে তারা। সেই কারণেই এবার মহিলা ব্রিগেডকে মাঠে নামাতে চাইছে তারা।প্রথম এই দল মহিলা শাখার উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে কোনো মহিলা কমিটি তৈরী হয়নি, তাই এবার নতুন মহিলা কমিটি তৈরী করার উদ্যোগ নেওয়া হয়েছে।জানা যাচ্ছে মাসখানেক থেকেই মহিলারা আপের সদস্যপদ গ্রহণ করার জন্য দলীয় কর্মীদের সাথে যোগাযোগ রেখেছে।

আপ দলের বিভিন্ন নীতি, সম্পর্কে বিস্তারিত সচেতন করতে মহিলা কমিটি গঠন করা হবে।তারাই সমস্ত মহিলাদের আপের রাজনীতি বোঝানোর চেষ্টা করবে।একই সাথে তৃণমূল স্তরে আরও মহিলাদের দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।।