সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঠিক কি কারণে প্রসেনজিৎ ও দেবশ্রীর বিবাহ বি’চ্ছে’দ হয়েছিল?

মানুষের জীবনে প্রত্যেকটা সম্পর্কই যেমন কোন কারণের জন্য হয় তেমনি কোন সম্পর্ক ভেঙে গেলেও তার পিছনেও কোন না কোন কারণ থাকে। এই প্রতিবেদনে আমরা টলিউডের অভিনেতা বুম্বাদা ওরফে প্রসেনজিৎ এবং দেবশ্রী রায়ের বিচ্ছেদ কেন হয়েছিল সে ব্যাপারে আলোচনা করব।

দেবশ্রী রায় এবং বুম্বাদা একত্রে বহু সিনেমাতে একসঙ্গে জুটি বেঁধেছেন, তারই মধ্যে কিছু সিনেমা হল অহংকার, আক্রোশ, মৌনমুখর, লাঠি, রক্তে লেখা, প্রমূখ যেগুলো দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলেছিল।

এই জুটির মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর কখনোই একে অপরের মুখোমুখি হননি তারা। কাজের ক্ষেত্রে তাদের সামনাসামনি দেখা হতো। ১৯৯২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বুম্বাদা এবং দেবশ্রী, কিন্তু সেই বিয়ে অবশেষে বিচ্ছেদের পথে হেঁটে ছিল।

আরো পড়ুন: শুয়েছিলো আড়াই মাসের শিশু, রা’গে’র মাথায় হঠাৎ করেই আ’ছা’ড় মারলো বাবা

জানা গিয়েছিল বিয়ের কয়েক দিনের পর থেকে তাদের দাম্পত্য জীবনে যার বসে অবশেষে বিয়ের তিন বছর পর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। এরপর বিয়ে হয় বুম্বাদার আরো একবার এক্ষেত্রে তাঁর একটি কন্যাসন্তান হয় কিন্তু সেই বিয়েও পরবর্তীকালে আর টেকেনি।

তৃতীয়বারের মতো বিয়ে করেন অর্পিতাকে। অর্পিতা এবং বুম্বাদার ঘর আলো করে আসে এক পুত্র সন্তান। বর্তমানে জানা গেছে, বুম্বাদার একমাত্র ছেলে এখন বিদেশে পড়াশোনায় ব্যস্ত।

বুম্বাদাকে এখনো বড় পর্দায় দেখা যায়। কিছু বছর আগেই ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তিনি জুটি বেঁধেছিলেন প্রাক্তন সিনেমাতে। তবে পরবর্তীকালে দেবশ্রী প্রসেনজিৎকে আর বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে দেখা যায়নি।