Home অফবিট বিশ্বের বিরল’ত’ম লবস্টার ধরলেন মৎস্যজীবী, এটি মি’লে প্রতি ১০ লক্ষে একটি

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বের বিরল’ত’ম লবস্টার ধরলেন মৎস্যজীবী, এটি মি’লে প্রতি ১০ লক্ষে একটি

বিরলতম লবস্টার এবার লারসনের জালে ধরা পরল পোর্টল্যান্ডের সমুদ্রে। লবস্টারটি একদম নীল রঙের এই ধরনের বিরলতম লবস্টারকে দেখে স্বাভাবিকভাবেই অবাক হয়ে গিয়েছেন সকলেই। চিংড়ি অনেক রকমের হয় গলদা, বাগদা কিন্তু এই ধরনের নীল রংয়ের চিংড়ি হয়তো প্রথমেই দেখা গেছে।

এই ধরনের লবস্টার ১০ লক্ষের মধ্যে একটি হয়। যে জিনিসটা ভাবতেই অবাক লাগে সেটি যখন চোখের সামনে দেখা যায় তখন ঠিক কেমন লাগে? আমেরিকার এক মৎস্যজীবীর জালে এই বিরলতম লবস্টার ধরা পড়েছে।

পোটল্যান্ডের সমুদ্রে মাছ ধরা সময় এই বিরলতম লাভ স্টোরি ধরা পড়ে, লারসনের জালে যদিও এই মাছটিকে ধরার পরে সেটিকে আবার জলের ছেড়ে দেওয়া হয়। লবস্টার সাধারণত লাল অথবা সাদা রঙের হয়ে থাকে কিন্তু, এই ধরনের নীল রঙের লবস্টার একেবারেই বিরল।


এই গোটা বিষয়ে ইউনিভার্সিটি অফ মেইনের লবস্টার ইনস্টিটিউটের দাবি, হয়তো কোনো রকম জিনগত সমস্যার কারণে লবস্টারটির গায়ের রং নীলচে হয়ে গেছে।

নীল রংয়ের লবস্টারের থেকে বিড়াল হলো হলুদ রঙের লবস্টার ৩ কোটিতে একটি পাওয়া যায় এবং যার নাম “বানানা”। স্বাভাবিকভাবেই জিনগত সমস্যার কারণেই এই ধরনের রং হয় লবস্টার গুলির।