সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেলের লগ্নিতে এ’গি’য়ে পশ্চিমবঙ্গ! বাংলার জন্য আগের চেয়েও অনেক বে’শি টা’কা, বললেন রেলমন্ত্রী

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা সাধারণ বাজেটে রেলের বরাদ্দ ঘোষণা করে মোট অর্থের এই অঙ্কটাই জানিয়েছিলেন। গত শুক্রবার বাংলার জন্য আলাদা করে রেল খাতে কত বরাদ্দ তা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব।

তিনি জানালেন, আগামী অর্থবর্ষে রেলের জন্য বাংলা পাবে ১১ হাজার ৯৭০ কোটি টাকা। বুধবার অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ভারতের ইতিহাসে রেলের পাওয়া সর্বোচ্চ ব্যয় বরাদ্দ হয়েছে এ বার।

শুক্রবার রেলমন্ত্রী দাবি করেছেন, বাংলার জন্য এত বরাদ্দ আগে কখনও হয়নি। রেলমন্ত্রী এই বরাদ্দকে ‘রেকর্ড’ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকার সময় কালের সঙ্গে তুলনা করেছে।

আরো খবর: নারীদের জন্য মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট, বিনিয়োগে কি কি সু’বি’ধা মি’ল’বে জেনে নিন

মমতার নাম না করলেও, বাংলার এ বারের প্রাপ্তি অনেক ‘বড়’ প্রমাণ করতে তাঁর রেলমন্ত্রী থাকার সময়টার উল্লেখ করেন তিনি। তবে, রেলমন্ত্রী বাংলার মোট বরাদ্দের কোন অংশ কোন প্রকল্পে খরচ হবে তার বিবরণ দেননি।

রেলের তরফেও এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে কলকাতা মেট্রো রেল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কোন খাতে কত টাকা খরচ হবে।