সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সন্তানকে আ’ত্ম’বি’শ্বা’সী করতে চান? অভিভাবক হি’সে’বে এই কাজটি করুন প্রতিদিন!

কোনো কাজে শিশুকে যখন উৎসাহ প্রদান করা হয় তখন তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং জীবনে সমস্ত অসুবিধার মুখোমুখি হয়ে তার সাথে মোকাবিলা করতে পারে। আর আপনি যদি একজন অভিভাবক হন তাহলে আপনার উচিত বাচ্চাকে সমস্ত কাজে উৎসাহ দেওয়া।

এভাবেই শিশুর বিকাশ হবে দ্রুত। আজকের প্রতিবেদনের বিষয় হল এটিই যে কিভাবে আপনারা নিজেদের সন্তানকে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন জিনিস চেষ্টা করতে উৎসাহ দিতে পারেন।

ভুল করলেও সমর্থন : যে কোনো কাজে সফল হওয়ার জন্য কোনো মানুষকে অনুপ্রাণিত করার সর্বোত্তম উপায় হ’ল তাকে সেই কাজে উৎসাহ প্রদান করা। একটি শিশু যখন ভালো কিছু করে, তখন অভিভাবকের উচিত তার প্রশংসা করা। যদি সে ভুলও করে তখনও তাকে বোঝানোর মধ্য দিয়ে সমর্থন করাই শ্রেয়।

আরো পড়ুন: রামচরণ-চিরঞ্জীবীর সিনেমা “আচার্য” ডাহা ফ্লপ, নির্মাতাদের হাতে ২০ কো’টি ক্ষতিপূরণ তু’লে দিলেন

​সন্তুষ্টি গুরুত্বপূর্ণ : পিতামাতার উচিত তাদের সন্তানকে শেখানো যে জীবনের সবকিছুতে সফল হওয়া জরুরি নয়, সন্তুষ্ট থাকাই গুরুত্বপূর্ণ। এই অবস্থার সাথে সন্তানদের অভ্যস্ত করে তুলতে সন্তানকে ঝুঁকি নিতে এবং নতুন জিনিস বা পথ বদলে দিতে হবে। আর তাতে সে হয়তো সবক্ষেত্রে সফল হবে না, তবে ধীরে ধীরে সন্তুষ্ট থাকার চেষ্টা করবে।

ডায়েরি মেইনটেন করুন : এমন একটি ডায়েরি তৈরি করুন যার মধ্যে আপনি আপনার সন্তানের সমস্ত সফলতা লিখে রাখতে পারেন। এই ডায়েরিটি ভালোভাবে সাজিয়ে রাখুন এবং যখনই শিশুকে কোনো কারণে বিষণ্ণ মনে হবে, তখনই এই ডায়েরিটি দেখিয়ে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করুন।

​প্রশ্ন করুন : আপনি সবসময় সন্তানের পাশে থাকার চেষ্টা করুন এবং সন্তানকে সেই বিষয়টি বুঝতে দিন। সে কি করতে চায়, বা কি করতে ভয় পায় তা তাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করুন। এমনকি নানা ভাবে তাকে তাকে সহায়তা করতে এগিয়ে আসেন। Paul Smith এর লেখা ‘Parenting with a Story’ গল্পে এই প্যারেন্টিং পদ্ধতি সম্পর্কে আলোচনা রয়েছে।

আরো পড়ুন: পুলিশে’র চা’ক’রি দেও’য়ার না’ম ক’রে ভু’য়ো ট্রে’নিং, শিলিগুড়ি’তে গ্রে’ফ’তা’র ৩

লক্ষ্য অর্জন : সবসময় লক্ষ্য অর্জন করতেই হবে এরকম চাপ সন্তানদের ওপর পিতামাতার দেওয়া একেবারেই উচিত নয়। ক্রমাগত চেষ্টার মাঝে তাকে বিরতি নেওয়ার অভ্যাস করুন। এতে তার মন ভালো থাকবে এবং সে সতেজ বোধ করবে।

চাপ প্রয়োগ অনুচিত : কোনো নতুন জিনিস বা দক্ষতা শেখার সময় অভিভাবক হিসেবে শিশুকে সাহায্য করুন। কোনোভাবেই কটু কথা বলে তাদের আত্মবিশ্বাস ভেঙে দেবেন না। যেহেতু প্রতিটি শিশুর শেখার আগ্রহ এবং গতি ভিন্ন তাই সন্তানের উপর চাপ সৃষ্টি কখনোই কাম্য নয়।