Home বিনোদন রামচরণ-চিরঞ্জীবীর সিনেমা “আচার্য” ডাহা ফ্লপ, নির্মাতাদের হাতে ২০ কো’টি ক্ষতিপূরণ তু’লে দিলেন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রামচরণ-চিরঞ্জীবীর সিনেমা “আচার্য” ডাহা ফ্লপ, নির্মাতাদের হাতে ২০ কো’টি ক্ষতিপূরণ তু’লে দিলেন

বর্তমান পরিস্থিতিতে একের পর এক দক্ষিণী সুপারহিট ছবির সামনে পড়ে বলিউড থেকে শুরু করে টলিউড একেবারে ধূলিস্যাৎ হয়ে যাচ্ছে।দেশজুড়ে এখন ‘RRR’, ‘পুষ্পা’, ‘কেজিএফ 2’ ইত্যাদি দক্ষিণী ছবির রমরমা। মানুষের দক্ষিণী ছবির প্রতি টান ব্যাপক হারে বাড়ছে। আর এইসব ছবিতে অভিনয় করে রাতারাতি প্যান ইন্ডিয়া তারকা হয়ে উঠেছেন সাউথ ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা। গ্ল্যামার দুনিয়ায় এখন তাদেরকে দেখেই মুগ্ধ দর্শকরা।

তবে সব কিছুরই উথ্থান পতন আছে। অন্য সব দক্ষিণি ছবি হিট করলেও নির্মাতাদের ব্যাপকভাবে আশাহত করল সম্প্রতি মুক্তি প্রাপ্ত ‘আচার্য্য’ ছবিটি। বলা যেতে পারে এই ছবি বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। সাউথ ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা তুঙ্গে থাকার কারণে এই ছবিটিকে নিয়ে পরিচালক প্রোযোজক প্রত্যেকেরই ভালোরকম প্রত্যাশা ছিলো। তবে সে আশা ব্যর্থ হয়েছে।

যদিও এই ছবিতে অভিনয় করেছেন সাউথের সুপারস্টার চিরঞ্জীবী এবং তার ছেলে রামচরণ তেজা। তবে এই বিনোদন দুনিয়ায় সব ছবিই যে হিট হবে তেমন কোনো কথা নেই। ছবি হিট হলে নির্মাতারা যেমন লাভবান হন, ঠিক তেমনই ছবি ফ্লপ করলে নির্মাতাদেরই সেই ক্ষতিপূরণ দিতে হয়। তবে কখনও কি শুনেছেন ছবি ফ্লপ হলে ছবির কলাকুশলীরা সেই ক্ষতিপূরণ চোকান!

আরো পড়ুন: ভারতীয় রেলের এক্সট্রা ইনকাম, বলিউড থেকে ভা’ড়া বাবদ বছরে আ’য় ৩ কোটি

সবথেকে আশ্চর্যের বিষয়, ‘আচার্য্য’ ছবির বিপুল ক্ষতি মেটাতে চলেছেন ছবির প্রধান দুই অভিনেতা চিরঞ্জীবী এবং রামচরণ। ছবি নির্মাতাদের হাতে তারা ক্ষতিপূরণ বাবদ তুলে দিয়েছেন ২০ কোটি টাকা। সূত্রের খবর, সিনেমা ফ্লপ হওয়ায় বিরাট অংকের ক্ষতি হয়েছিল। তাই এই সময় বিনিয়োগকারীদের অনেকেই সাহায্যের জন্য চিরঞ্জীবীর সাথে দেখা করেছিলেন। অভিনেতাও তাদের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন।

এহেন খবর জানাজানি হতেই দুই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। তবে এহেন ঘটনা নতুন নয়। এর আগে থালাইভা রজনীকান্তের ‘দরবার’ ছবিটিও খুব বাজে ভাবে ফ্লপ করেছিল, আর সেই কারণে ছবির জন্য নেওয়া পুরো পারিশ্রমিকটিই তিনি ফিরিয়ে দিয়েছিলেন বলে কিছু কথা শোনা যায়।