সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুখ্যমন্ত্রীকে পা’ত্তা না দেওয়া IPS অফিসার বৃন্দা যো’গ দিচ্ছেন রাজনীতিতে, কোন দলে যাবেন তিনি?

থাওনাওজাম বৃন্দা, মনিপুরের এই অকুতোভয় আইপিএস অফিসারের নাম এখন প্রায় সকলেই জানেন। যারা জানেন না তাদের জেনে রাখা প্রয়োজন, নারকোটিক্স বিভাগের অফিসার বৃন্দা একসময় প্রাক্তন এডিসি চেয়ারম্যান লুখোসেই জৌ এবং আরও ছয়জনকে মাদক পাচার কাণ্ডে গ্রেফতার করেছিলেন। শুধু তাই নয় তাদের বেকসুর খালাস ঘোষণা করার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর থেকে পাওয়া মেডেল ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

শোনা যাচ্ছে আইপিএস বৃন্দা এবার রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন। রাজনীতিতে তার হাতে খড়ি হতে চলেছে বিজেপি শিবিরের হাত ধরে। ৭১ তম স্বাধীনতা দিবসে মনিপুরের মুখ্যমন্ত্রীর হাত থেকে পুলিশ মেডেল পেয়েছিলেন বৃন্দা। প্রাক্তন এডিসি চেয়ারম্যান লুখোসেই জৌ এবং আরও ছয়জনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি প্রায় ২৭ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করেছিলেন।

এবার জানা যাচ্ছে তার রাজনীতিতে প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী দিনে বিজেপি শিবিরে পা রাখতে চলেছেন বৃন্দা। এমনকি এরপরের বিধানসভা নির্বাচনে বৃন্দা বিজেপির হয়ে লড়তেও প্রস্তুত। তবে তিনি এই মুহূর্তে রাজনীতিতে যোগদান করতে চলেছেন কিনা সে সম্পর্কে নিজের মুখে কিছু জানাননি। সরকারি পদ থেকে ইস্তফাও দেননি বৃন্দা।

তবে বৃন্দা জানিয়েছেন বর্তমান সিস্টেম বদলাতে তিনি রাজনীতিতে প্রবেশ করতে চান। দরিদ্র মানুষের উন্নয়নের জন্য তিনি তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চান। বৃন্দার কর্তব্যপরায়নতা, সাহস এবং অদম্য জেদ তার জীবনের দ্বিতীয় ইনিংসের সাফল্যের আগাম পূর্বাভাস দেয়।