সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অন্য দলগুলোও তা’কে দিয়েছিল লোভনীয় প্রস্তাব, তবুও তিনি RCB-তেই, নিলামের আ’গে খো’ল’সা করলেন কোহলি

আর বেশিদিন নেই ২০২২ এর আইপিএলের মেগা নিলাম, আর ঠিক তার আগেই বিরাট কোহলি এক গোপন কথা প্রকাশ করল আরসিবির পডকাষ্টে। তার আইপিএল কেরিয়ারের শুরু থেকেই আমরা জানি বিরাট কোহলি আরসিবির সাথেই যুক্ত। তবে তার এই ক্যারিয়ারে অনেক ফ্রেঞ্চাইজি তরফ থেকেই প্রস্তাব এসেছিল।

আর বেশিদিন নেই ২০২২ এর আইপিএলের মেগা নিলাম, আর ঠিক তার আগেই বিরাট কোহলি এক গোপন কথা প্রকাশ করল আরসিবির পডকাষ্টে। তার আইপিএল কেরিয়ারের শুরু থেকেই আমরা জানি বিরাট কোহলি আরসিবির সাথেই যুক্ত। তবে তার এই ক্যারিয়ারে অনেক ফ্রেঞ্চাইজি তরফ থেকেই প্রস্তাব এসেছিল।

অনেক ফ্রেঞ্চাইজি একাধিকবার তাকে প্রস্তাব দিয়েছিল নিলামে নাম দেওয়ার জন্য। কিন্তু বিরাট কোহলি ব্যাঙ্গালোরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টানা আট বছর ধরে বিরাট কোহলি ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি অধীনেই আইপিএল খেলে চলছে। গত মরসুমেই অবশ্য আইপিএলে ব্যাঙ্গালোর দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি আরসিবির পডকাষ্টে তিনি জানায়, এর আগে আমাকে অনেকবার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তরফ থেকে নিলামে নাম দেওয়ার কথা বলা হয়েছিল। তবে আমার ব্যক্তিগত মতামত রয়েছে এটি নিয়ে। আরসিবির প্রতি তেমনি আমার আনুগত্য রয়েছে। কারণ আমি জীবনেও এই নিয়ম অনুসরণ করেই চলতে ভালোবাসি।

আরো পড়ুন: এই মুহূর্তে ব’ড়ো খবর রাজ্যপালকে নি’য়ে

হয়তো দিনের শেষে মানুষ এটা নিয়ে কথা বলবে, অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে ট্রফি জিতলে। তাই সেসব আমি শুনতে নারাজ, তাই জীবনে এই নিষ্ঠা খুবই প্রয়োজন।

আরো পড়ুন: সাদা প্রাণীর স্ব’প্ন কি প্রতিদিন আসে? কি প্র’ভা’ব পড়তে পা’রে আপনার জী’ব’নে?

এটা কখনোই ভোলা যাবেনা প্রথম তিন বছর, ফ্র্যাঞ্চাইজি আমাকে যা দিয়েছে, যেভাবে সমর্থন করেছে ও পাশে দাঁড়িয়েছে। কিন্তু তখন অন্য ফ্র্যাঞ্চাইজি আমার উপর বিশ্বাস করেনি, আমার পাশে দাঁড়ায়নি। তাই এই ফ্রাঞ্চাইজির অবদান আমি কখনোই ভুলতে পারবো না।