সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুম্বইয়ে বিলাসবহুল এপার্টমেন্ট থাকলেও গ্রামের বাড়িতেই থাকতে প’ছ’ন্দ করেন অরিজিৎ, কিন্তু কে’ন?

বর্তমানে বাঙালি জাতির বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে সঙ্গীতপ্রেমী মানুষের পছন্দের গায়ক কে জিজ্ঞেস করলে অগুনতি মানুষের ভীড় থেকে একটা নামই ভেসে আসবে আর সেটি হলো অরিজিৎ। অরিজিৎ সিং, মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অরিজিৎ সিং। সেই ছেলেটা যে সপ্ন পূরণের জন্য মুম্বাই আসেন। ২০০৫ সালে গুরুকুল বলে একটু গানের রিয়েলিটি শোতে অংশ গ্রহণ করেন। যিনি এলিমিনেট হয়ে যান। আর আজ আমরা সেই অরিজিৎ কেই দেখি যে নিজেকে সকলের সেরা হয়ে প্রমাণ করে দেখিয়েছেন।

আজ সারাদেশ জুড়ে তার ও তার গানের ভক্ত। শুধু দেশে নয় তার গানের জনপ্রিয়তা বিদেশেও পৌঁছেছে। এই অরিজিৎ ২০০৯ সালে ‘মার্ডার টু’ সিনেমার ‘ফির মহব্বত’ গানের মাধ্যমে তার বলিউডে ডেবিউ হয়। ২০১১ সালে ছবি মুক্তির সঙ্গে সঙ্গে গানটিও মুক্তি পায়। এরপর এই কয়েক বছরের মধ্যেই অরিজিৎ সিং বাংলা হিন্দি এবং অন্যান্য ভাষা মিলিয়ে অনেক গান গেয়েছেন। হিন্দিতে প্রায় ৫০০, বাংলাতে ১৫০ এরও বেশি গান রয়েছে তার ঝুলিতে।

এখন তার পারিশ্রমিক প্রায় লাখ লাখ টাকা। তিনি এক একটি গান রেকর্ড করতেই এখন নেন ১৮-২০ লক্ষ টাকা । ভারতের একেকটি লাইভ প্রোগ্রামের জন্য আগে তিনি ৩০-৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১-১.৫ কোটি টাকা। বিভিন্ন বিজ্ঞাপন এবং ব্র্যান্ড থেকেও লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন তিনি। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ৫২ কোটি টাকা প্রায়। মুম্বাইয়ে ৮ কোটি টাকার একটা বাড়ি রয়েছে।

আরো পড়ুন: এই বয়সেই রো’গে জ’র্জ’রি’ত ভারতের জামাই, টে’ন’শ’নে রয়েছেন অভিনেত্রী!

বাড়িতে রয়েছে Hummer, Range Rover, Mercedes Benz-এর মতো গাড়ি। কিন্তু এত অর্থ, বৈভবের মাঝেও তিনি কিন্তু টাকার অহঙ্কারে বিন্দু মাত্র অহঙ্কারী নন। আজও তার লাইফস্টাইল ভীষণই সাধারণ। আজও জিয়াগঞ্জে তিনি থাকেন। এই সব চাকচিক্কতার থেকে দূরে ওখানেই নিশ্বাস নিতে যান তিনি।

আজও আর পাঁচটাসাধারণ মানুষের মতোই সকলের সাথে মেশেন তিনি। তাই শুধু তার গান নয় ব্যাক্তি মানুষটাকেও সকলের থেকে আলাদা করে রেখেছে। তাই অরিজিৎ সকলের ঘরের ছেলে বাঙালির সেনসেশন দা গ্রেট সিঙ্গার অরিজিৎ সিং। যার প্রতিটা গানের সুরে মানুষের ইমোশন মিশে থাকে।