সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোমেদ কখন ধারণ ক’র’তে হবে? জ্যোতিষশাস্ত্রে কি ব’লা হয়েছে?

যারা জ্যোতিষশাস্ত্র – এ বিশ্বাস করেন তাঁরা তাদের জীবনের সমস্যার সমাধানের জন্য নানা রকম চুনি পান্না, নীলা, মুক্ত এসব পরে থাকেন। আর সেরকমই পড়েন গোমেদ । বলা হয়ে থাকে রাহু কেতুর কু নজর থেকে বাঁচার জন্যই গোমেদ ধারণ করে মানুষ। কিন্তু রাহু কেতু নিয়ে কেনো আমরা ভয় পাই সেই বিষয়ে অনেকই জানেন না। আর তাই আগে জেনে তবেই এই সব ধারণ করুন।

মূলত পৌরাণিক কাহিনী অনুযায়ী, সমুদ্র মন্থন করে অমৃত লাভ করার সময় ওই অমৃত পানের জন্য ছলনা করে রাক্ষস স্বরভানু দেবতা গণের সহিত অমৃত পান করেন। সূর্য এবং চন্দ্র ওই ঘটনা দেখে তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুকে বিষয়টি জানালে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা স্বরভানুর দেহ থেকে মস্তক ছিন্ন করেন। দ্বিখণ্ডিত দেহের মস্তক ভাগ রাহু এবং দেহভাগ কেতু নামে গ্রহের স্থান পায়। এই নিয়ে অনেকে অনেক কথাই বেননি থাকেন।

রাহু কেটুর নজর তাই খুব খারাপ বল মনে করেন। আর জ্যোতিষশাস্ত্র মতে রাহুর গুরুত্ব অপরিসীম বলে জানা যায়। রাহুর গুরুত্বের কারণে জ্যোতিষশাস্ত্র মতে শনির ন্যায় রাহু বলা হয়। রাহু পার্থিব চাহিদা বৃদ্ধি করে। রাহু ভ্রম দান করে। যে ঘরে অবস্থান করে তার ফল বৃদ্ধি করে (শুভ বা অশুভ তার উপর নির্ভর করে)।

আরো পড়ুন: “বিউটি পার্লার স্ট্রো’ক”-এ আ’ক্রা’ন্ত হলেন মহিলা, শ্যাম্পু করতে গিয়েই বি’প’ত্তি

জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় রাহু নাকি শুভ হলে জীবনে প্রবল উচ্চাশার সঞ্চার হয় আবার রাহু অশুভ হলে অর্থ ক্ষয়, শত্রু দ্বারা পরাস্ত, শত্রু বৃদ্ধি, দৈহিক মানসিক চাপ অশুভ ফল দান করে। শুধু তাই নয় শরীরের ওপরেও খারাপ প্রভাব পড়ে এই রাহুর কারণে। পেটের রোগ, থেকে শুরু করে গনোরিয়া, আলসার রোগের উপর রাহুর প্রভাব পড়ে অশুভ রাহু এমনকি রোগ নির্ণয়ে ব্যঘাতও ঘটায়। আর তাই রাহুর প্রতিকারে সর্বাধিক ব্যবহৃত হয় গোমেদ। কিন্তু গোমেদ কি?

গোমেদ একটি নরম জিনিস, গোমেদের আপেক্ষিক গুরুত্ব ৩.৫৫–৩.৬৬। কাঠিন্য ২.৭। রাহু তৃতীয়, নবম, দশম এবং একাদশের সহিত সম্পর্ক করলে গোমেদ ধারণে শুভ ফল মেলে। গোমেদের সহিত চুনি, লাল প্রবাল, মুক্তো ধারণ করা যেতে পারে। গোমেদের সহিত নীলা, পান্না এবং ক্যাটসআই ধারণ করা উচিৎ নহে।

এটি সোনা বা রূপো দিয়ে ধারণ করা ভালো। এই গোমেদ ধারণ করার জন্য শুভ দিন হলো বুধবার অথবা শনিবার। এই দিনে শোধন করে গোমেদ ধারণ করা উচিত। রাহু বৃহস্পতি অথবা মঙ্গলের রাশিতে অবস্থান করলে সোনা অন্যথায় রুপোতে ধারন করা উচিত।