সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছা’ড়’বে’ন বিরাট কোহলি

অবশেষে টি-টোয়েন্টি থেকে দলের অধিনায়কত্ব থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন বিরাট কোহলি। বিশ্বকাপ হয়ে যাওয়ার পরে বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বিরতি নেবেন টি-টোয়েন্টি ফরম্যাটে থেকে। বিরতি নেওয়ার আগে পর্যন্ত তিনি ভারতীয় দলকে টেস্ট ক্রিকেট সহ ওয়ানডে টি টুয়েন্টি ম্যাচে নিজের দলকে নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি টুইট করে এই কথাটি জানান। বহুদিন আগে থেকেই একটি জল্পনা সৃষ্টি হয়েছিল, হয়ত বিরাট কোহলি অল্প ওভারের ম্যাচ গুলি থেকে বিরতি নেবেন, কিন্তু পরিষ্কারভাবে সেই সম্পর্কে কোন কিছুই প্রকাশ পাচ্ছিল না।

বৃহস্পতিবার সেই জল্পনাই সঠিক হল এবং তিনি নিজেই টুইট করে সকলকে জানান তার এই সিদ্ধান্তের কথা। তবে হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত সকলকে জানানোর মধ্যে অনেকেই এ বিষয়ে নানান রকমের যুক্তি খুঁজে পাচ্ছেন। এই প্রসঙ্গে অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞরা জানান, বিরাটের এইরকম সিদ্ধান্তের পেছনে অবশ্যই কোনো রহস্য রয়েছে। হয়তো ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিরাটের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে আরেকটি চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে রবি শাস্ত্রির হেড কোচ পদ নিয়ে।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, হয়তো রবি শাস্ত্রী নিজেও টি টুয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে বিরত রাখবেন। যদিও এ বিষয়ে কোনো কথাই শোনা যায়নি রবি শাস্ত্রির তরফ থেকে। আদেও রবি শাস্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত পরবর্তীকালে শোনা যাবে কিনা সেটাই এখন অপেক্ষা।