সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার Admit Card একটু দেরিতে দেওয়া হ’বে, ক’বে পাওয়া যা’বে?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডমিট দেওয়ার দিন পিছিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডমিট দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছিল পহেলা মার্চ। কিন্তু সেদিন মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে সেটি পিছিয়ে ৬ই মার্চ করা হলো। দ্বাদশ শ্রেণীর সাথে একাদশ শ্রেণির এডমিট দেওয়ার দিনও ছিল একসাথে। তবে সেটা পিছিয়ে দেওয়া হল।

আজ শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই বলা হয়েছে, দ্বাদশ ও একাদশ শ্রেণির নথি বিতরণের জন্য পহেলা মার্চ দিনটিকে বেছে নেওয়া হয়েছিল প্রথমে, কিন্তু সেদিন মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে সেই নথি বিতরণের দিন পিছিয়ে ৬ ই মার্চ সকাল ১১ টা করা হল।

কোথায় কোথায় এই নথি বিতরণ করা হবে তার তালিকা আগেই প্রকাশ করা হয়েছিল সংসদের তরফ থেকে। এবার সেই তালিকা মেনেই আগামী ছয় মার্চ নথি বিতরণ করা হবে। এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ থেকে ২৭ মার্চ।

আরো খবর: এটা একটি আ’র্থি’ক অ’প’রা’ধ, ত’থ্য প্রমাণ দিয়ে টুইট শুভেন্দুর, নি’শা’না’য় মমতা

১৪ মার্চ: প্রথম ভাষার পরীক্ষা

১৬ মার্চ: দ্বিতীয় ভাষার পরীক্ষা

১৭ মার্চ: ভোকেশনাল সাবজেক্ট

১৮ মার্চ: বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স

২০ মার্চ: অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি এবং ইতিহাস

২১ মার্চ: কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, শারীরশিক্ষা, মিউজিক এবং ভিজ্যুয়াল আর্ট

২২ মার্চ: কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমনারিজ অফ অডিটিং, ফিলোজফি এবং সোশিয়োলজি

২৩ মার্চ: ফিজিক্স (পদার্থ বিজ্ঞান), নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি

২৪ মার্চ: ইকোনমিক্স বা অর্থনীতি।

২৫ মার্চ: কেমিস্ট্রি (রসায়ন), জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (সাংবাদিকতা), সংস্কৃত, ফারসি, আরবি এবং ফরাসি

২৭ মার্চ: স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি (ভূগোল), কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।।