সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আধার ও রেশন কা’র্ড এবার ঘরে বসেই লিংক করে নিন, জানুন প’দ্ধ’তি

আধার কার্ড রেশন কার্ড সংযুক্ত করণ এখন বাধ্যতামূলক করা হয়েছে। আর সেই কারণেই সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । সরকারের নির্দেশ মেনে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে লিঙ্ক করাতো ।

কিন্তু এর সাথেও আরও কিছু পন্থা রয়েছে, যাদের মাধ্যমে আপনি আরও সহজেই এই কাজ করতে পারবেন বাড়িতে বসেই। আমজনতা এখন অনেকটাই অনলাইনের ওপরেই নির্ভর শীল। তাই এককথায় তাদের সুবিধার জন্য অনলাইনের মাধ্যমেই এবার আধার কার্ড ও রেশন কার্ড লিঙ্ক করা যাবে।

গতবছরের কথা যদি বলা যায়, তাহলে দেখা যাবে খাদ্যদপ্তর ই কেওয়াইসি ব্যবস্হা চালু করেছিল।এর কারণ অবশ্য একটাই যাতে সহজেই রেশনের দোকানে গেলে আধার কার্ডের সংযুক্তি করণ ও বৈধতা যাচাই হয়ে যায়।

আরো পড়ুন: মদের নে’শা’য় বুঁদ! নি’ত’ম্বে কার নামের ট্যাটু করালেন এই তরুণী?

কিন্তু এবার আর রেশনের দোকানে যাওয়ার দরকার নেই। এমনকি খাদ্যদপ্তরের কর্মীদেরও আপনাদের কাছে যেতে হবে না । বাড়িতে বসে ই-কেওয়াইসি করতে পারবেন বাড়িতে বসেই।

১. https://food.wb.gov.in/ ওয়েবসাইটে যান।
২. সেখানে ‘লিংক আধার কার্ড উইথ আরসি’ বলে একটি অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন।
৩. এবার সেখানে নিজের রেশন কার্ড ক্যাটেগরি ও নম্বর দিন।
৪. এবার আপনি নিচের দু’টি কাজের মধ্যে যেটি করতে চান, সেটি সিলেক্ট করুন।

আরো পড়ুন: ক’রো’না’র চতুর্থ ঢেউয়ের ম’ধ্যে নয়া আ’ত’ঙ্ক “হার্টল্যান্ড ভা’ই’রা’স”, কতোটা বি’প’জ্জ’ন’ক জেনে নিন

a. আধার ও মোবাইল নম্বর আপডেট।
b. শুধু মোবাইল নম্বর আপডেট।
৫. এবার আধার অথবা মোবাইল নম্বর টাইপ করে আধার যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে যাচাই করে নিন।