সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরীর মন্দিরে দু’ষ্কৃ’তী তা’ন্ড’ব, ভে’ঙে ফে’লা হয়েছে উনুন

ভাঙচুর করা হল পুরীর জগন্নাথ মন্দিরে। ভাঙচুর করা হয় মন্দিরের রান্না ঘরের ১০০ টিরও বেশি উনুন। শনিবার রাতে কিছু বিবাদের জেরেই এই ঘটনা ঘটায় একদম অজ্ঞাত পরিচয় ব্যক্তি, এমনটাই জানা যাচ্ছে মন্দির সূত্রে।

ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশের ভক্তমহলে। পুরীর মন্দিরের এই রান্নাঘর অত্যন্ত ঐতিহ্যবাহী। বিশাল এই রান্নাঘরটি মন্দিরের আচার অনুষ্ঠানের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ ভাবে সম্পর্কযুক্ত।

আর সেখানে ভাঙচুরের ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে মন্দিরের নিরাপত্তা নিয়ে। মন্দির সূত্রে জানা গিয়েছে পিঠাগাদা, কোঠাভোগ, সাতপুরী এবং থালিয়াদা উনুন গুলি ভাঙচুর করা হয়েছে। যদিও ঠিক কী উপায়ে ভাঙচুর করা হয় এই উনুনগুলি তা অবশ্য এখনও জানা যায়নি।

আরো পড়ুন: বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দা’ম! প্র’তি’বা’দ করতে গিয়ে গাড়িই জ্বা’লি’য়ে দি’লো তৃণমূল সমর্থকরা

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুরীর পুলিশ সুপার এবং কালেক্টর সহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা। মন্দিরে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেন তাঁরা।

পুরীর কালেক্টর সমর্থ বর্মা বলেন, রবিবার বিকেল নাগাদই কেউ মন্দিরের রান্নাঘরের উনুনগুলি ভেঙেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন প্রশাসক এবং অতিরিক্ত এসপি দ্বারা একটি যৌথ তদন্ত শুরু করা হয়েছে।

আরো পড়ুন: তু’মু’ল নাটকীয় ঘ’ট’না, এখন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন ইমরান খান!

আমরা আজ দেবতাদের কোঠাভোগ নিবেদনের সমস্ত আচার অনুষ্টান পরিচালনাই নিশ্চিত করেছি।’সোমবারের মধ্যেই রান্নাঘর মেরামতি করে মন্দিরের মহাপ্রসাদের স্বাভাবিক পরিমাণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান কালেক্টর।

একই সঙ্গে মন্দিরের প্রবেশ পথে নিরাপত্তার লাগানো হবে সিসিটিভিও। অভিযুক্তদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দেওয়ার কথাও বলেছেন তিনি।