সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খুবই কম দা’ম! মাত্র ৩০ হাজার টা’কা’য় কিনুন বৈদ্যুতিক স্কুটার, জানুন কোন কোম্পানি দিচ্ছে এই অ’ফা’র

পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দামের নিরিখে এখন ইলেকট্রিকচালিত গাড়ি এবং স্কুটিই একমাত্র ভরসার স্থল হয়ে উঠছে নিত্য যাত্রীদের। বর্তমানে ভারতের বাজারে 30000 টাকার কমে পাওয়া যাচ্ছে ইলেকট্রিক স্কুটার। জেনে নিন এমন পাঁচটি ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটারের নাম এবং দাম।

Avon-E-Plus

Avon E Plus : তালিকাটিতে প্রথমেই নাম থাকবে এই স্কুটারের। BLDC মোটর চালিত স্কুটারটি একবার চার্জ দিলে 50 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। একবার চার্জ হতে সময় নেয় 5 থেকে 7 ঘন্টার। 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালিত এই স্কুটারের দাম 25 হাজার টাকা।

Avon E Lite Price , Mileage, Images, Colours

Avon E Lite : একবার চার্জ দিলে সর্বোচ্চ 51 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই স্কুটারটি। একবার চার্জ হতে চার থেকে আট ঘণ্টা সময় নেয় স্কুটারটি। এই স্কুটারের দাম ভারতীয় বাজারে 28000 টাকা।

Komaki TN-95 Price , Mileage, Images, Colours

Komaki Super : এই স্কুটারের দাম 29 হাজার 500 টাকা। একবার চার্জ হলে সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। 35 কিলোমিটার প্রতি ঘন্টা গতিসম্পন্ন অটোমেটিক ট্রান্সমিশনের এই স্কুটারে দুই চাকাতেই ড্রাম ব্রেক ব্যবহার হয়েছে।

Ujaas eZy Price , Mileage, Images, Colours

Ujaas eZy : 31 হাজার 800 টাকা দামে পাওয়া যাচ্ছে এই স্কুটার। একবার চার্জ দিলে সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারে স্কুটারটি। 6 থেকে 7 ঘন্টার মধ্যে ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়। স্কুটারের গতি সর্বোচ্চ 26 কিলোমিটার প্রতি ঘন্টা।

Ampere V48 Price, Specifications, Features & Reviews

Ampere V48 : এই স্কুটারটি কিনতে গেলে 30000 টাকার কিছু বেশি খরচ হবে। সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার পর্যন্ত চলতে পারে এই ইলেকট্রিক স্কুটার। ফুল চার্জ হতে সময় নেয় আট থেকে নয় ঘণ্টা। এ স্কুটারের দাম 34 হাজার 200 টাকা।