সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের ক্যা’ম্প হবে দুয়ারে সরকারের, কবে ও কোথায় হ’বে জেনে নিন

দুয়ারে সরকার কর্মসূচি অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের কিছুদিন পর থেকেই শুরু হয়ে গিয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। এরই মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে এই প্রকল্প। কিছুদিনের জন্য বন্ধ থাকার পর আরও একবার জানুয়ারি মাসে শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প, এমনটাই বলা হলো রাজ্য সরকারের তরফ থেকে।

সম্প্রতি রাজ্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় ২ থেকে ১০ জানুয়ারি হবে দুয়ারে সরকার। দ্বিতীয় দফায় এই প্রকল্পের কাজ হবে ২০ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত। দুয়ারে সরকারের যাবতীয় কাজকর্ম মিটিয়ে দিতে হবে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে।

চলতি বছরের সবথেকে বেশি নজর কেড়েছে লক্ষী ভান্ডার প্রকল্প। দুয়ারে সরকার ক্যাম্পে বেশি দেখতে পাওয়া যাচ্ছে মা বোনদের ভিড়। গত সেপ্টেম্বর মাস থেকেই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করেছেন বাংলার ঘরে ঘরে মহিলারা। যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত লক্ষী ভান্ডার প্রকল্প করতে পারেনি তার জন্য আরও একবার শুরু হতে চলেছে এই ক্যাম্প।

লক্ষী ভান্ডার প্রকল্পে তপশিলি উপজাতি পাবেন প্রতিমাসে ১০০০ টাকা করে এবং সাধারন পরিবারের মহিলারা পাবেন প্রতিমাসে ৫০০ টাকা করে। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ড দেখালে পাওয়া যাবে লক্ষী ভান্ডার প্রকল্পের আবেদন কার্ড। সমাজের পিছিয়ে পড়া মানুষদের কিছু সুযোগ-সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্প চালু করেছেন মমতা ব্যানার্জি। আরো একবার দুয়ারে সরকার প্রকল্প আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী বছরের জানুয়ারি মাস থেকে।