সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাঁদে পরমাণু বি’স্ফো’র’ণ ঘটানোর ছ’ক মার্কিন বিজ্ঞানীদের, কি অবস্থা হবে পৃথিবীর?

আমরা পৃথিবীর উপগ্রহ চাঁদ কে বলে থাকি। বিজ্ঞানীদের পৃথিবীর উপগ্রহ চাঁদ কে নিয়েও আগ্রহের শেষ নেই। যে কারণে একের পর এক অভিযান চালানো হয় চাঁদে। তবে, এবার এই চাঁদ নিয়েই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল।

সমগ্র বিশ্বের বিজ্ঞানী মহলেও এই তথ্য ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে। সম্প্রতি, আমেরিকার একটি গোয়েন্দা রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চাঁদে পরমাণু বিস্ফোরণের ছক ছিল মার্কিন বিজ্ঞানীদের। আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত ঘুম উড়েছে সকলের।

যদিও, জানা গিয়েছে যে, শেষ পর্যন্ত সেই পরিকল্পনা মাঝপথে ভেস্তে যায়। আর যার ফলে এড়ানো গিয়েছে এই মহাপ্রলয়। জানা গিয়েছে যে, এই মিশনটি ছিল আমেরিকার মুন মিশনের অন্তর্গত।

আরো পড়ুন: প্রেম কি তবে শে’ষ দুজনের মধ্যে? সিদ্ধার্থর সঙ্গে কিয়ারার বি’চ্ছে’দে’র পিছনে আ’স’ল কারণ কি এটিই?

পাশাপাশি, এটির পোশাকি নাম দেওয়া হয় অ্যাডভান্সড অ্যারোস্পেস থ্রেট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম (AATIP)। এই মিশনে এমন কিছু পরিকল্পনা করা হয়েছিল যা এক কথায় অবিশ্বাস্য।

মূলত, বেশ কিছু অত্যাধুনিক পরীক্ষার পরিকল্পনা করা হয় এই মিশনে। যার মধ্যে ছিল ট্রাভার্সেবল ওর্মহোলস, ইনভিজিবিলিটি ক্লোক এবং অ্যান্টিগ্র্যাভিটি ডিভাইসের ব্যবহার।

তবে, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই মিশনের অন্তর্গত ছিল পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে চাঁদে টানেল তৈরি করা। আর এর জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয় বলেও জানা গিয়েছে।