সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাকে টা’কা দিয়ে চা’ক’রি পেয়েছেন অযোগ্যরা? তা CBI-কে জানাতেই হ’বে: হাইকোর্ট

আমরা প্রায় গত বছর ধরে দেখে আসছি গ্রুপ ডি ও এসএসসি পরীক্ষার যোগ্য চাকরি পার্থীদের লড়াই। কিভাবে একটা চাকরির জন্য তারা পথে পথে আন্দোলন করে চলেছে। আদালতের দ্বারস্থ হচ্ছে বারংবার। আর এর মধ্যেই আমরা এও জানতে পারছি কিছু মানুষ কিভাবে বেআইনি ভাবে তাদের চাকরি কেরে নিয়েছে কিছু টাকা ঘুষ দিয়ে।

আর এই নিয়েও আবারও তীব্র ভৎসর্না করতে দেখা গেলো বিচারপতি বিশ্বজিৎ বসুকে। উনি আদালতে সকলকে বকাবকি করলেন, ছাড়া পেলেন না খোদ সিবিআই ও। তিনি মঙ্গলবার আদালতে বললেন, ‘কাকে টাকা দেওয়া হয়েছে সেই তথ্য জানতেই হবে সিবিআইকে। ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের জিজ্ঞাসা করুন টাকা তারা দিয়েছেন কাকে’?

শুধু তাই নয়, বেআইনি চাকরিপ্রার্থীদের ভর্ৎসনা করে বিচারপতি বসু বলেন, ‘পড়ুয়াদের কথা না ভেবে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, আবার আদালতে এসে কথা বলছেন, ইয়ারকি হচ্ছে’? SSC-কে তিনি প্রশ্ন করেন, ‘অবৈধভাবে নিযুক্তদের বরখাস্ত করলে সেই শূন্যপদে কত দ্রুত নিয়োগ সম্ভব’?

আরো খবর: অবশেষে বাগদান সে’রে নিলেন শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী, রইলো ছবি

বিচারপতি বসু খুব চেষ্টা করছেন যাতে যোগ্যরা চাকরি পায়। কিন্তু সরকারের মধ্যে তার হেলদোল দেখা যাচ্ছেনা। চাকরিপ্রার্থীদের দাবি, সরকারের যে সদিচ্ছা নেই তা এতদিনে স্পষ্ট। তাই এবার নিয়োগের ব্যাপারে তৎপর হোক আদালতই।

আর তাই হচ্ছে বাস্তবেও। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত ৫৭৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে আদালত। কিন্তু নিয়োগ যারা করবেন তারা কেনো করছেন না সেটা নিয়েই বারবার প্রশ্ন থেকেই যাচ্ছে।